ভাটপাড়া আসন নিয়ে চিন্তায় আলিমুদ্দিন
হাড়োয়া-জট কিছুটা সমাধান হলেও ভাটপাড়া আসন চিন্তায় আলিমুদ্দিন। গতকাল এই দুই কেন্দ্র নিয়ে জট কাটাতে আসরে নামেন বুদ্ধদেব ভট্টাচার্য ও সূর্যকান্ত মিশ্র।
ওয়েব ডেস্ক: হাড়োয়া-জট কিছুটা সমাধান হলেও ভাটপাড়া আসন চিন্তায় আলিমুদ্দিন। গতকাল এই দুই কেন্দ্র নিয়ে জট কাটাতে আসরে নামেন বুদ্ধদেব ভট্টাচার্য ও সূর্যকান্ত মিশ্র।
আলিমুদ্দিনে প্রায় ২ঘণ্টা উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সঙ্গে বৈঠক করেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। হাড়োয়ার জট বাগে আনে গেলেও কাল বৈঠকে কাটেনি ভাটপাড়া সমস্যা। ফলে আজ ফের নিজেদের মধ্যে বৈঠকে বসছেন উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মণ্ডলী।
ভাটপাড়ায় সিপিএম প্রার্থী নন, লড়বেন আরজেডি প্রার্থীই। ফ্রন্টের ঐক্য মাথায় রেখে কালই জানিয়ে দিয়েছে শীর্ষ নেতৃত্ব। তবে উত্তর ২৪ পরগনা জেলা সিপিএম নেতৃত্বের একটা বড় অংশ এখনও সিপিএম নেতা জীতেন্দ্র সাউয়ের হয়েই সওয়াল করছেন। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ভাটপাড়ায় আরজেডি প্রার্থী দেওয়ায় বিক্ষোভে সামিল হন জেলা সিপিএম কর্মী সমর্থকরা। এমনকি আলিমুদ্দিনে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।