আজ থেকে কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল
আগামিকাল ভোট। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে নজরবন্দি করা হল অনুব্রত মণ্ডলকে। আজ সাতসকালে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ির সামনে পৌছে যায় কেন্দ্রীয় বাহিনী।
ওয়েব ডেস্ক: আগামিকাল ভোট। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে নজরবন্দি করা হল অনুব্রত মণ্ডলকে। আজ সাতসকালে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ির সামনে পৌছে যায় কেন্দ্রীয় বাহিনী। বাড়ি ঘিরে চলছে কড়া পাহারা। প্রথম দফায় পৌছন কেন্দ্রীয় বাহিনীর আট জন জওয়ান। পরে সকাল আটটার মধ্যে অনুব্রতর বাড়ির সামনে পৌছে যান সিউড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃন্ময় দাস। সঙ্গে ভিডিওগ্রাফারও। তাঁদের সঙ্গে দ্বিতীয় দফায় আরও দশ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও পৌছন। ভোট শেষ না হওয়া পর্যন্ত, তারিখ ও সময় সহ অনুব্রত মণ্ডলের সব গতিবিধি ভিডিও-রেকর্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের এমন কড়া সিদ্ধান্তেও অবশ্য টলছেন না বীরভূমে শাসক দলের এই স্ট্রংম্যান। অনুব্রতর দাবি, এসব করে বীরভূমের লালমাটিতে ঘাস ফুল ফোটা বন্ধ করা যাবে না।