ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হামলা

ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হামলা চালাল একদল দুষ্কৃতী। কার্যালয় ভাঙচুর করে বেধড়ক মারধর করা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে। তৃণমূলের অভিযোগ, স্থানীয় সিপিএম ও কংগ্রেস কর্মীরা তাদের কার্যালয়ে হামলা চালিয়ে তাদের কর্মীদের মারধর করেছে।

Updated By: Sep 13, 2016, 04:07 PM IST
ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হামলা

ওয়েব ডেস্ক: ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হামলা চালাল একদল দুষ্কৃতী। কার্যালয় ভাঙচুর করে বেধড়ক মারধর করা হয়েছে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে। তৃণমূলের অভিযোগ, স্থানীয় সিপিএম ও কংগ্রেস কর্মীরা তাদের কার্যালয়ে হামলা চালিয়ে তাদের কর্মীদের মারধর করেছে।

জানা গিয়েছে, সোমবার রাতে ক্যানিংয়ের দক্ষিণ রেদোখালি গ্রাম তৃণমূল কার্যালয়ে স্থানীয় একটি সমস্যা নিয়ে বৈঠক চলছিল। সেই সময় হামলা করা হয়। বাঁশ ও লাঠি দিয়ে বৈঠকে উপস্থিত তৃণমূল কর্মীদের বেধরক মারধর করা হয়। ভাঙচুর করা হয় কার্যালয়। হামলায় জখম হয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুষমা মণ্ডল সহ বেশ কয়েকজন।

.