পুলিসের গুলি, কাঁদানে গ্যাসের প্রতিবাদে উত্তর দিনাজপুরে আজ ১২ ঘণ্টার বনধ্‌ বিজেপির

গতকাল বিজেপির আইন অমান্য কর্মসূচিতে পুলিসের গুলি কাঁদানে গ্যাসের প্রতিবাদে আজ উত্তর দিনাজপুর জুড়ে বারোঘণ্টার বনধ্‌। বিজেপির ডাকে বন্ধে মিশ্রপ্রভাব জেলাজুড়ে। সকাল থেকেই শুনশান রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের। তবে ধর্মঘট বানচাল করতে সরকারি বাস চলছে ঘনঘন। কোথাও কোথাও গাড়িতে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বাজার বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় অধিকাংশই বন্ধ। কালই বিজেপির কর্মসূচিতে পুলিসি হামলার অভিযোগ তোলেন রাজ্য নেতৃত্ব।  এরপরেই ডাকা হয় বনধ্‌।

Updated By: Dec 22, 2015, 10:58 AM IST
পুলিসের গুলি, কাঁদানে গ্যাসের প্রতিবাদে উত্তর দিনাজপুরে আজ ১২ ঘণ্টার বনধ্‌ বিজেপির

ওয়েব ডেস্ক: গতকাল বিজেপির আইন অমান্য কর্মসূচিতে পুলিসের গুলি কাঁদানে গ্যাসের প্রতিবাদে আজ উত্তর দিনাজপুর জুড়ে বারোঘণ্টার বনধ্‌। বিজেপির ডাকে বন্ধে মিশ্রপ্রভাব জেলাজুড়ে। সকাল থেকেই শুনশান রাস্তায় দেখা নেই বেসরকারি বাসের। তবে ধর্মঘট বানচাল করতে সরকারি বাস চলছে ঘনঘন। কোথাও কোথাও গাড়িতে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বাজার বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় অধিকাংশই বন্ধ। কালই বিজেপির কর্মসূচিতে পুলিসি হামলার অভিযোগ তোলেন রাজ্য নেতৃত্ব।  এরপরেই ডাকা হয় বনধ্‌।

পুলিসের ভূমিকা নিয়ে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, "পুলিসি বর্বরাতার নজির সারা রাজ্য জুড়েই মানুষ দেখছে। এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে।"

 

.