বাঁকুড়ায় তৃণমূল বিজেপির তুমুল সংঘর্ষ, টাঙ্গি-কাটারি দিয়ে কোপানো হল বিজেপির সমর্থকদের
বিজেপি-তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার মুনিয়াডি গ্রাম। টাঙ্গি-কাটারি এবং ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন ১১ জন বিজেপি কর্মী-সমর্থক। দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এঁদের মধ্যে একজনের মাথায় ব্যাপকভাবে কোপানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিস।
বিজেপি-তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার মুনিয়াডি গ্রাম। টাঙ্গি-কাটারি এবং ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন ১১ জন বিজেপি কর্মী-সমর্থক। দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এঁদের মধ্যে একজনের মাথায় ব্যাপকভাবে কোপানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিস।
মুনিয়াডিতে শনিবার সকালে বিজেপি-তৃণমূল সংঘর্ষের পরের ছবিটা এতটাই ভয়ঙ্কর। ঘটনার সূত্রপাত লোকসভার ভোট পর্ব মেটার পর থেকেই। এলাকার বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে একটা চাপানউতর চলছিল। কিছুদিন আগে দুপক্ষের মধ্যে একবার সংঘর্ষও হয়েছিল। তার রেশ টেনেই টাঙ্গি, কাটারি, ভোজালি নিয়ে শনিবারের সংঘর্ষ। আহত হলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। আহতদের অনেকেই বাঁকুড়ার সম্মিলনী হাসপাতালে চিকিত্সাধীন। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে আগে হামলা চালায় তৃণমূল। আর তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
কিছুদিন আগে বাঁকুড়ার একাধিক এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। দুটি জায়গাতেই পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধি দল। এরপর শনিবারের রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হল মুনিয়াডি।