হাওড়ায় জরি হাবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
জরি শিল্পের উন্নতিতে সাঁকরাইলে আর্ন্তজাতিক মানের বাজার তৈরি করতে হবে। আজ সাঁকরাইলে জরি হাবের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে সাঁকরাইলে জরি শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যদিও এই হাবে কবে থেকে কাজ শুরু হবে, তা নিয়ো ধোঁয়াশা তৈরি হয়েছে।
জরি শিল্পের উন্নতিতে সাঁকরাইলে আর্ন্তজাতিক মানের বাজার তৈরি করতে হবে। আজ সাঁকরাইলে জরি হাবের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে সাঁকরাইলে জরি শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যদিও এই হাবে কবে থেকে কাজ শুরু হবে, তা নিয়ো ধোঁয়াশা তৈরি হয়েছে।
হাওড়ার সাঁকরাইল, আমতা এবং সংলগ্ন অঞ্চলে প্রচুর মানুষই জরি শিল্পর ওপর নির্ভরশীল। জরি শিল্পীদের রোজগারের কথা মাথায় রেখে এই অঞ্চলে জরি হাব তৈরির পরিকল্পনা হয় বাম সরকারের আমলে। ক্ষমতায় আসার পরও জরি হাবের বিষয়ে নতুন সরকারও উত্সাহ দেখায়। শনিবার সাঁকরাইলে জরি হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে তৈরি হওয়া এই জরি হাবে প্রশিক্ষিত করা হবে শিল্পীদের। শিল্পীদের জন্য বেশি কাজের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, বিদেশে জরি শিল্পের চাহিদার কথা মাথায় রেখে রফতানিরও উদ্যোগ নেওয়া হবে।
কবে থেকে জরি হাবে শুরু হবে কাজকর্ম এবং কতজনই বা কাজের সুযোগ পাবেন? কীভাবেই বা প্রশিক্ষণের জন্য শিল্পীদের নির্বাচন করা হবে এবং কবে থেকেই বা শুরু হবে প্রশিক্ষণ? জরি হাবের উদ্বোধন হলেও এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর মেলেনি রাজ্য শিল্প উন্নয়ন নিগমের কর্তাদের থেকেও।
যদিও রাজ্য সরকারের এই প্রয়াসে খুশি জরি শিল্পীরা। জরি হাব হওয়ায় এখন দিন বদলের আশায় জরি শিল্পীরা।
এদিন হাওড়ার রানিহাটিতে ফাউন্ড্রি পার্কের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, আইটিআই ভবনেরও উদ্বোধন করেন তিনি। ফাউন্ড্রি পার্কের জন্য প্রশিক্ষিত কর্মীর যোগান দিতে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত এই আইটিআই কাজ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। ফাউন্ড্রি পার্কে ১০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান ও ৩০ হাজার পরোক্ষ কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। জরি শিল্পীদের উন্নয়নে আজ হাওড়ার সাঁকরাইলে জরি পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।