স্বরূপনগরে সিপিআইএম কর্মী খুন, কাল এলাকায় ১২ ঘণ্টার বনধ
স্বরূপনগরে গুলিবিদ্ধ সিপিআইএম কর্মী রফিকুল গাজি মারা গেলেন। রাজনৈতিক হিংসায় গুলিবিদ্ধ হন ওই সিপিআইএম কর্মী। গত ৩০ জুলাই রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও সিপিআইএম কর্মীরা। পরদিন সকালে সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা হয়। হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রসের বিরুদ্ধে। ওই হামলায় গুলিবিদ্ধ হন দুই সিপিআইএম কর্মী রফিকুল গাজি ও জলিল গাজি। আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় রফিকুল গাজিকে। গতরাতে তাঁর মৃত্যু হয়। রফিকুল গাজির দাদা সাত্তার গাজি বসিরহাটের সিপিআইএম নেতা। পঞ্চায়েত নির্বাচনে গ্রামপঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন সাত্তার গাজি। কাল এলাকায় ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।
স্বরূপনগরে গুলিবিদ্ধ সিপিআইএম কর্মী রফিকুল গাজি মারা গেলেন। রাজনৈতিক হিংসায় গুলিবিদ্ধ হন ওই সিপিআইএম কর্মী। গত ৩০ জুলাই রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও সিপিআইএম কর্মীরা। পরদিন সকালে সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা হয়। হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রসের বিরুদ্ধে। ওই হামলায় গুলিবিদ্ধ হন দুই সিপিআইএম কর্মী রফিকুল গাজি ও জলিল গাজি। আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় রফিকুল গাজিকে। গতরাতে তাঁর মৃত্যু হয়। রফিকুল গাজির দাদা সাত্তার গাজি বসিরহাটের সিপিআইএম নেতা। পঞ্চায়েত নির্বাচনে গ্রামপঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন সাত্তার গাজি। কাল এলাকায় ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।