বন্যায় চাষবাস অতল জলে, খাদ্য সংকটে ভুগছে কালনার বাসিন্দারা
বন্যায় ডুবেছে ধানক্ষেত। জলের তলায় বিঘের পর বিঘে সব্জি ক্ষেত। মাথায় হাত কালনার কালীনগরের চাষীদের। চড়া সুদে ধার নেওয়া টাকা কীভাবে শোধ দেবেন ভেবে কূল কিনারা পাচ্ছেন না। আশঙ্কায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দুজন।
ওয়েব ডেস্ক: বন্যায় ডুবেছে ধানক্ষেত। জলের তলায় বিঘের পর বিঘে সব্জি ক্ষেত। মাথায় হাত কালনার কালীনগরের চাষীদের। চড়া সুদে ধার নেওয়া টাকা কীভাবে শোধ দেবেন ভেবে কূল কিনারা পাচ্ছেন না। আশঙ্কায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দুজন।
বন্যায় ভিটেমাটি জলের তলায়। বিঘের পর বিঘে ধানক্ষেত জলের তলায়। ঢুবেছে পটল,বেগুন ক্ষেতও। মাথায় হাত কালনার কালীনগরের চাষীদের। কেউ লোন নিয়েছিলেন ব্যাঙ্ক থেকে কেউ আবার মহাজনের কাছ থেকে চড়া সুদে ধার নিয়ে ফসল ফলিয়েছিলেন। কীভাবে শোধ করবেন লোন, ভেবে কূল কিনারা পাচ্ছেন না তাঁরা।
২০০০ ও ২০০২ বন্যা হয়েছিল। জলে ডুবেছিল ক্ষেত। কিন্তু, পুজোর আগে বন্যা হওয়ায় ফসল ঘরে তুলে ফেলেছিলেন চাষীরা। এবার সে সুযোগ মেলেনি। ষাট হাজার হেক্টর ধান জমি জলের তলায়। নষ্ট হয়েছে পনেরো হাজার হেক্টর জমির সবজি। হতাশায় ইতিমধ্যেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দুই চাষী। হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় আগামী দিনে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে ।