প্রশাসনের নাকের ডগায় স্বাধীনতা সংগ্রামীর বাড়ি দখলের অভিযোগ বোলপুরে

কোনও লুকোছাপা নেই। প্রশাসনের নাকের ডগায় স্বাধীনতা সংগ্রামীর বাড়ি দখলের অভিযোগ উঠল বোলপুরে। অভিযোগ, বাড়ি দখলে নিতে বাড়ির মালিককে বাড়িতে ঢুকতে দিচ্ছেনা প্রমোটাররা।হিন্দিতে একটা প্রবচন রয়েছে, জিসকা লাঠি উসকা ভৈইষ। বাংলায় যদি ভাবানুবাদ হয়, মানেটা হয়, জোর যার মুলুক তার। তা বাংলা মুলুকেই এই শব্দরূপটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন বোলপুরের তসলিম উদ্দিন আহমেদ। স্বাধীনতা সংগ্রামীর ছেলে। মা ইংরেজ তাড়াতে পথে নেমেছিলেন। স্বাধীন ভারতে সেই স্বাধীনতা সংগ্রামীর ছেলেই বাড়ি ছাড়া। বাড়ি দখল করতে তাকে তাড়িয়েছে প্রমোটাররা। অভিযোগ করেছেন দেদার কিন্তু  লাভের লাভ হয়নি কিছুই।

Updated By: Apr 3, 2017, 07:59 PM IST
প্রশাসনের নাকের ডগায় স্বাধীনতা সংগ্রামীর বাড়ি দখলের অভিযোগ বোলপুরে

ওয়েব ডেস্ক: কোনও লুকোছাপা নেই। প্রশাসনের নাকের ডগায় স্বাধীনতা সংগ্রামীর বাড়ি দখলের অভিযোগ উঠল বোলপুরে। অভিযোগ, বাড়ি দখলে নিতে বাড়ির মালিককে বাড়িতে ঢুকতে দিচ্ছেনা প্রমোটাররা।হিন্দিতে একটা প্রবচন রয়েছে, জিসকা লাঠি উসকা ভৈইষ। বাংলায় যদি ভাবানুবাদ হয়, মানেটা হয়, জোর যার মুলুক তার। তা বাংলা মুলুকেই এই শব্দরূপটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন বোলপুরের তসলিম উদ্দিন আহমেদ। স্বাধীনতা সংগ্রামীর ছেলে। মা ইংরেজ তাড়াতে পথে নেমেছিলেন। স্বাধীন ভারতে সেই স্বাধীনতা সংগ্রামীর ছেলেই বাড়ি ছাড়া। বাড়ি দখল করতে তাকে তাড়িয়েছে প্রমোটাররা। অভিযোগ করেছেন দেদার কিন্তু  লাভের লাভ হয়নি কিছুই।

আরও পড়ুন ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্যের গ্রামাঞ্চলে লক্ষ্যমাত্রার তুলনায় রাস্তা হয়েছে কম

তাসলিম উদ্দিন আহমেদের বাড়িটা বোলপুরের হাটতলায়। মনে কলকাতার ধর্মতলা। অভিযোগ সেই বাড়িটি দখল করতে চায় তিন প্রতিবেশী । যারা আদতে প্রমোটার, তারা তাসলিম উদ্দিনকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকাল থানা, এসডিপিও, মহকুমা শাসক, প্রশাসনের সব কটা স্তরেই অভিযোগ জানিয়েছেন স্বাধীনতা সংগ্রামীর ছেলে ।অভিযোগ স্থানীয় বোলপুর পুরপ্রধানের ঘনিষ্ঠরা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় কোনও ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন।যদিও পুরপ্রধান বলছেন অন্য কথা।আর যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রতিবেশীরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন  আজ সন্ধেতে রাজ্যের চার জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

.