জেলার প্রথম এভারেস্ট জয়ী সুভাষ পালকে গার্ড অফ অনার দেবে বাঁকুড়া জেলা পুলিস
আগামিকাল ভোরে বাঁকুড়া শহরে পৌছবে সুভাষ পালের দেহ। জেলার প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহীকে শ্রদ্ধার সঙ্গে চির বিদায় জানাতে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা পুলিস। তার আগে দেহ নিয়ে শহর পরিক্রমার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাব।
ওয়েব ডেস্ক: আগামিকাল ভোরে বাঁকুড়া শহরে পৌছবে সুভাষ পালের দেহ। জেলার প্রথম এভারেস্ট জয়ী পর্বতারোহীকে শ্রদ্ধার সঙ্গে চির বিদায় জানাতে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা পুলিস। তার আগে দেহ নিয়ে শহর পরিক্রমার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাব।
চোখের জলে ঘরের ছেলেকে বিদায় জানাতে অধীর অপেক্ষায় রয়েছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী সুভাষ পালের পরিবারের সদস্যরাও। প্রকৃতির সঙ্গে লড়াই করে, রবিবার সুভাষ পালের দেহ বরফের মধ্যে থেকে উদ্ধার করে বেস ক্যাম্পে নামিয়ে আনেন শেরপারা। পাহাড়ে মৃত্যুর আগেই শৃঙ্গ জয় করেছিলেন সুভাষ পাল।