কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ
মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিংয়ের মেজাজে শীত। উত্তরবঙ্গের জেলাগুলি প্রবল ঠান্ডায় আরও বেশি কাবু। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি কম।
ওয়েব ডেস্ক: মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিংয়ের মেজাজে শীত। উত্তরবঙ্গের জেলাগুলি প্রবল ঠান্ডায় আরও বেশি কাবু। কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি কম।
আরও পড়ুন প্রভুর জীবন বাঁচাল পোষ্য, সত্যিই মানুষের প্রিয়বন্ধু কুকুর
বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি। বহরমপুরে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১১ ডিগ্রি। রায়গঞ্জের তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। দুর্গাপুরের হাড় কাঁপানো ঠান্ডা। পারদ ছুঁয়েছে ৭.৯ ডিগ্রিতে। আসানসোলের তাপমাত্রা ৮.৬ ডিগ্রি। বইছে কনকনে উত্তুরে হাওয়া। পশ্চিমি ঝঞ্ঝা বা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কোনও বাধা নেই। শীতের জন্য অল ক্লিয়ার রাস্তা। শীতের এই ফর্মের জন্য অনুকূল পরিস্থিতিকেই ক্রেডিট দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন লাঞ্চে বার্গার-চিপস খাচ্ছেন? জানুন আপনি কোন অসুখে আক্রান্ত হচ্ছেন