ইলিশের রেকর্ড ডায়মন্ড হারবারে, দাম কমল ১৫০ টাকা
রেকর্ড পরিমাণ ইলিশ এল ডায়মন্ড হারবারের বাজারে। বুধবার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে প্রায় ৪০০ টন ইলিশ আমদানি হয়েছে। আর সেই সঙ্গে এক লাফে কেজি প্রতি ইলিশের দাম একশ থেকে দেড়শ টাকা কমে গিয়েছে।
রেকর্ড পরিমাণ ইলিশ এল ডায়মন্ড হারবারের বাজারে। বুধবার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে প্রায় ৪০০ টন ইলিশ আমদানি হয়েছে। আর সেই সঙ্গে এক লাফে কেজি প্রতি ইলিশের দাম একশ থেকে দেড়শ টাকা কমে গিয়েছে।
নামখানা পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, ডায়মন্ড হারবার থেকে যে সব মত্স্যজীবীরা মাছ ধরে গিয়েছিলেন নিম্নচাপ ও ভারী বৃষ্টির জন্য সকলেই একসঙ্গে ফিরে এসেছেন। সেই সঙ্গে এসেছে বাজার উপচে পড়া ইলিশ। তবে হঠাত্ করে মাছের দাম এতটা কমে যাওয়া মাথায় হাত বহু মত্স্যজীবীর।