২০১৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা: হুমায়ুন কবীর

সিউড়ির বিধায়ক সাসপেন্ড হওয়ার দিনই দলের বিরুদ্ধে মুখ খুললেন হুমায়ুন কবীর। মুকুল রায়ের পাশে দাঁড়িয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন এই বিদ্রোহী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সাল পর্যন্ত আদৌ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নিয়েই প্রশ্ন তুললেন তিনি।  দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তুলেছেন মুর্শিদাবাদের তৃণমূল পর্যবেক্ষক ইন্দ্রনীল সেনকেও।

Updated By: Feb 25, 2015, 10:46 PM IST
২০১৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা: হুমায়ুন কবীর

ওয়েব ডেস্ক: সিউড়ির বিধায়ক সাসপেন্ড হওয়ার দিনই দলের বিরুদ্ধে মুখ খুললেন হুমায়ুন কবীর। মুকুল রায়ের পাশে দাঁড়িয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন এই বিদ্রোহী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সাল পর্যন্ত আদৌ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নিয়েই প্রশ্ন তুললেন তিনি।  দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তুলেছেন মুর্শিদাবাদের তৃণমূল পর্যবেক্ষক ইন্দ্রনীল সেনকেও।

 তাঁর অভিযোগ, একসময় তৃণমূল নেত্রীর সর্বক্ষণের সঙ্গী ছিলেন মুকুল রায়। আজ তাকে ভুলে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শীর্ষে তোলার চেষ্টা হচ্ছে। গতকালই দল বিরোধী কাজের জন্য  শো কজ করা হয় হুমায়ুন কবীরকে।দলের অন্দরে মুকুল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই নেতা।  

শুধু মুখ্যমন্ত্রীকেই তোপ নয়। মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক ইন্দ্রনীলের বিরুদ্ধেও সরব হয়েছেন হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তোলাবাজি করছেন ইন্দ্রনীল সেন। সরাসরি অভিযোগ হুমায়ুন কবীরের।

মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়েছেন হুমায়ুন কবীর। তাই এই ধরনের ভিত্তিহীন কথা বলছেন। প্রতিক্রিয়া ইন্দ্রনীল সেনের।

.