চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে জগদ্ধাত্রী পুজোয় সেজেছে জগদ্দল

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের সাথে পাল্লা দিচ্ছে জগদ্দল।  বাহারি আলো, প্রতিমার পাশাপাশি মণ্ডপেও রয়েছে বৈচিত্র্য। আর তা দেখতেই ভিড় করছেন অসংখ্য মানুষ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে ছোট-বড় মিলিয়ে এবার পুজোর সংখ্যা প্রায় ১৫০। কোথাও সাবেকিয়ানা, কোথাও বা থিমের বাহার। গঙ্গার ওপারে চন্দননগরের ঠাকুর দেখতে যেমন ভিড় করছেন দর্শনার্থীরা, তেমনই ভিড় করছেন এপারের জগদ্দলে।

Updated By: Nov 12, 2013, 09:17 AM IST

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের সাথে পাল্লা দিচ্ছে জগদ্দল।  বাহারি আলো, প্রতিমার পাশাপাশি মণ্ডপেও রয়েছে বৈচিত্র্য। আর তা দেখতেই ভিড় করছেন অসংখ্য মানুষ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে ছোট-বড় মিলিয়ে এবার পুজোর সংখ্যা প্রায় ১৫০। কোথাও সাবেকিয়ানা, কোথাও বা থিমের বাহার। গঙ্গার ওপারে চন্দননগরের ঠাকুর দেখতে যেমন ভিড় করছেন দর্শনার্থীরা, তেমনই ভিড় করছেন এপারের জগদ্দলে।
প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জা কোনওটাতেই পিছিয়ে নেই জগদ্দল। আর তা দেখতেই প্রতিটি পুজো প্যান্ডেলেই উপচে পড়া ভিড়। এরাজ্য তো বটেই, মানুষ আসেন ভিনরাজ্য থেকেও। জগদ্দল ছাড়াও অসংখ্য জগদ্ধাত্রী পুজো হয় ইছাপুর, নবাবগঞ্জ, শ্যামনগর এবং ভাটপাড়াতেও।
 
 

.