খয়রাশোল: অভিযুক্তরা অধরাই, থানায় বিক্ষোভ অশোক ঘোষের ছেলের

পুলিস দুষ্কৃতীদের গ্রেফতার করছে না। অভিযোগে, আজ খয়রাশোল থানায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন অশোক ঘোষের ছেলে বিশ্বজিত ঘোষ। বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনায় খয়রাশোল থানায় মোট যে ১২ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের অধিকাংশই তৃণমূল নেতা কর্মী। এমনকী এফআইআরের প্রথম নামটিই এলাকার তৃণমূল ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়ের। নাম উঠেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের।

Updated By: Aug 24, 2013, 07:47 PM IST

পুলিস দুষ্কৃতীদের গ্রেফতার করছে না। অভিযোগে, আজ খয়রাশোল থানায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখালেন অশোক ঘোষের ছেলে বিশ্বজিত ঘোষ। বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনায় খয়রাশোল থানায় মোট যে ১২ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের অধিকাংশই তৃণমূল নেতা কর্মী। এমনকী এফআইআরের প্রথম নামটিই এলাকার তৃণমূল ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়ের। নাম উঠেছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের।
গত ১২ অগাস্ট খুন হন খয়রাশোলের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অশোক ঘোষ৷ এখনও অধরা মূল অভিযুক্ত ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় সহ ৮ জন৷ দোষীদের গ্রেফতারির জন্য পুলিশ-প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছিলেন বিশ্বজিত৷ কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় কয়েকদিন আগে তৃণমূল ভবনে যায় অশোক ঘোষের পরিবার৷

.