ছিল বিড়াল ছানা, হয়ে গেল চিতাবাঘের ছানা

এ যেন ছিল বেড়াল, হয়ে গেল রুমাল গোছের ঘটনা। ছিল বিড়াল ছানা, হয়ে গেল চিতাবাঘের ছানা। গতকাল এমন ঘটনাই ঘটেছে ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে। বিকেলে শ্রমিকরা কাজ সেরে বাড়ি ফেরার পথে ঝোপের ধারে কান্নার আওয়াজ পেয়ে গিয়ে দেখেন দুটি বেড়াল ছানা। এরপর ছানা দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বনদফতরের অফিসে।

Updated By: Jan 18, 2015, 08:52 PM IST
ছিল বিড়াল ছানা, হয়ে গেল চিতাবাঘের ছানা
ফাইল ছবি

ওয়েব ডেস্ক: এ যেন ছিল বেড়াল, হয়ে গেল রুমাল গোছের ঘটনা। ছিল বিড়াল ছানা, হয়ে গেল চিতাবাঘের ছানা। গতকাল এমন ঘটনাই ঘটেছে ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে। বিকেলে শ্রমিকরা কাজ সেরে বাড়ি ফেরার পথে ঝোপের ধারে কান্নার আওয়াজ পেয়ে গিয়ে দেখেন দুটি বেড়াল ছানা। এরপর ছানা দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বনদফতরের অফিসে।

সেখানে গিয়েই চা শ্রমিকরা জানতে পারেন, বেড়াল নয়, ছানা দুটি আসলে চিতাবাঘের। ছানা গুলির বয়স সাত আট দিনের বেশি নয় বলে অনুমান বনকর্মীদের। এরপর ভোররাতে চিতাবাঘের ছানা গুলোকে ফের ওই ঝোপেই রেখে আসেন বনকর্মীরা।সকালে আর তাদের কোনও দেখা পাওয়া যায় নি। গোটা ঘটনায় চা বাগানে ছড়িয়েছে আতঙ্ক।

Tags:
.