কৃষকদের জমি ফেরাতে জমি চিহ্নিতকরণের কাজ শুরু সিঙ্গুরে

সিঙ্গুরের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিতে, জমি চিহ্নিতকরণের প্রাথমিক পর্বের কাজ শুরু হল। জমি থেকে আগাছা সাফ করার কাজ চলছে দ্রুত গতিতে। গতকালের পর আজও সকাল সকাল জমিতে পৌছে যান ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরা। ছিলেন জেলা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারাও। আগাছা কাটার কাজ শেষ হয়ে গেলেই, ম্যাপ দেখে জমি চিহ্নিতকরণ শুরু হয়ে যাবে। ম্যাপে জমির দাগ, খতিয়ান দেখে কার জমি কোনটা তা স্থির করা হবে। আগাছা সাফের জন্য, গতকালই ঘাস কাটার যন্ত্র, চারটি হার্ভেস্টার মেশিন আনা হয়। কলকাতা পুরসভা থেকে আনা হয়েছে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। মাঠে রাখা হয়েছে ড্রেজিং মেশিনও। আকাশ পথে জমি মাপতে নিয়ে আসা হয়েছে ড্রোন।

Updated By: Sep 3, 2016, 07:01 PM IST
কৃষকদের জমি ফেরাতে জমি চিহ্নিতকরণের কাজ শুরু সিঙ্গুরে

ওয়েব ডেস্ক: সিঙ্গুরের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিতে, জমি চিহ্নিতকরণের প্রাথমিক পর্বের কাজ শুরু হল। জমি থেকে আগাছা সাফ করার কাজ চলছে দ্রুত গতিতে। গতকালের পর আজও সকাল সকাল জমিতে পৌছে যান ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীরা। ছিলেন জেলা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারাও। আগাছা কাটার কাজ শেষ হয়ে গেলেই, ম্যাপ দেখে জমি চিহ্নিতকরণ শুরু হয়ে যাবে। ম্যাপে জমির দাগ, খতিয়ান দেখে কার জমি কোনটা তা স্থির করা হবে। আগাছা সাফের জন্য, গতকালই ঘাস কাটার যন্ত্র, চারটি হার্ভেস্টার মেশিন আনা হয়। কলকাতা পুরসভা থেকে আনা হয়েছে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। মাঠে রাখা হয়েছে ড্রেজিং মেশিনও। আকাশ পথে জমি মাপতে নিয়ে আসা হয়েছে ড্রোন।

.