দার্জিলিংয়ের লোহাপুলের কাছে বোরিকে ধস নেমে বিপত্তি

ফের বড় ধস নামল পাহাড়ে। এবার দার্জিলিংয়ের লোহাপুলের কাছে বোরিকে ধস নেমে বিপত্তি। দশ নম্বর জাতীয় সড়কে প্রায় ৬-৭ ফুট ধস নেমেছে। শুরু হয়েছে মেরামতির কাজ। ২৭ ফুট রাস্তার মধ্যে ১৪-১৫ ফুট রাস্তাই ধসের কবলে। মাত্র ১২ ফুট রাস্তা দিয়ে এখন গাড়ি চলছে। ওই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করতে জেলা প্রশাসনকে অনুরোধ করেছে পূর্ত বিভাগ। পর্যটকদের গাড়িগুলি পার করানোর বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। ধসবিধ্বস্ত এলাকার দু দিকেই গাড়ির লম্বা লাইন। একইসঙ্গে কালিঝোরাতেও ধস বিধ্বস্ত এলাকায় মেরামতি চলছে।

Updated By: Oct 15, 2016, 04:21 PM IST
দার্জিলিংয়ের লোহাপুলের কাছে বোরিকে ধস নেমে বিপত্তি
প্রতীকি ছবি

ওয়েব ডেস্ক: ফের বড় ধস নামল পাহাড়ে। এবার দার্জিলিংয়ের লোহাপুলের কাছে বোরিকে ধস নেমে বিপত্তি। দশ নম্বর জাতীয় সড়কে প্রায় ৬-৭ ফুট ধস নেমেছে। শুরু হয়েছে মেরামতির কাজ। ২৭ ফুট রাস্তার মধ্যে ১৪-১৫ ফুট রাস্তাই ধসের কবলে। মাত্র ১২ ফুট রাস্তা দিয়ে এখন গাড়ি চলছে। ওই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ করতে জেলা প্রশাসনকে অনুরোধ করেছে পূর্ত বিভাগ। পর্যটকদের গাড়িগুলি পার করানোর বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। ধসবিধ্বস্ত এলাকার দু দিকেই গাড়ির লম্বা লাইন। একইসঙ্গে কালিঝোরাতেও ধস বিধ্বস্ত এলাকায় মেরামতি চলছে।

আরও পড়ুন লক্ষ্মীপুজোর সকালটা তেতো করে দিল দুটি অস্বস্তিকর ঘটনা

আরও পড়ুন ফের উত্তপ্ত কেশপুর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দামোদরচক এলাকা

.