মত্ত অবস্থায় বাইক চালানোয় একাধিক দুর্ঘটনা মালদায়

হোলির দিন মত্ত অবস্থায় বাইক চালানোয় একাধিক দুর্ঘটনা মালদায়। বাইক দুর্ঘটনায় মালদায় প্রাণ গেছে চার জনের। আহত কমকে কুড়ি জন।  হাওড়ার বাঁকরা তে আবার বাইক নিয়ে পাড়ায় দাদাগিরির অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। ঘটনা গড়ায় বাড়ি ভাঙচুর অবধি।

Updated By: Mar 14, 2017, 08:03 PM IST
মত্ত অবস্থায় বাইক চালানোয় একাধিক দুর্ঘটনা মালদায়

ওয়েব ডেস্ক: হোলির দিন মত্ত অবস্থায় বাইক চালানোয় একাধিক দুর্ঘটনা মালদায়। বাইক দুর্ঘটনায় মালদায় প্রাণ গেছে চার জনের। আহত কমকে কুড়ি জন।  হাওড়ার বাঁকরা তে আবার বাইক নিয়ে পাড়ায় দাদাগিরির অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। ঘটনা গড়ায় বাড়ি ভাঙচুর অবধি।

রং নিয়ে রং বাজি করতে গিয়ে প্রাণ গেল চার জনের। মালদায় হোলি উত্‍সবে বাইকের  দাপাদাপিতে আহত কমপক্ষে কুড়ি জন। জেলার বিভিন্ন জায়গায় বাইকে চড়ে হোলি খেলতে গিয়ে ছোট বড় দুর্ঘটনায় মৃত্যু ও জখমের  ঘটনা ঘটেছে। উত্‍সবের দিনে পুলিসি নজরদারিও তেমন না থাকায় হেলমেটবিহীন ভাবে বাইক চালাতে দেখা গেছে বহুজনকে। অভিযোগ হোলির আনন্দে অনেকেই মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন।

হাওড়াতেও বাইকের জন্য দুর্ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরেই বাঁকরা এলাকায় বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল কয়েকজন যুবক। বারণ করা হলেও লাভ হয়নি কিছুই। হোলির দিন এক শিশুকে ধাক্কা মারলে একযোগে প্রতিবাদ করেন এলাকার লোকজন। এক যুবককে ধরে মারধরও করা হয়। তখনকার মতো ফিরে গেলেও পরে দলবল নিয়ে ফিরে আসে ওই যুবক। ভাঙচুর চালায় এলাকায়।

.