মিড ডে মিলের চাষ স্কুলেই

মিড ডে মিলের ব্যবস্থা হচ্ছে স্কুলেই। স্কুলের জমিতেই সব্জিচাষে হাত লাগিয়েছেন স্কুলের শিক্ষক,শিক্ষিকারই। নদিয়ার শান্তিপুরের বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে ঢুকলেই চোখে পড়বে একফালি সব্জি বাগান।

Updated By: Dec 27, 2014, 12:56 PM IST
মিড ডে মিলের চাষ স্কুলেই

শান্তিপুর: মিড ডে মিলের ব্যবস্থা হচ্ছে স্কুলেই। স্কুলের জমিতেই সব্জিচাষে হাত লাগিয়েছেন স্কুলের শিক্ষক,শিক্ষিকারই। নদিয়ার শান্তিপুরের বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে ঢুকলেই চোখে পড়বে একফালি সব্জি বাগান।

স্কুলের মধ্যেই সব্জী বাগান। লাউ,কুমড়ো,বেগুন,শিম থেকে শুরু আরও কতরকমের সব্জি। এই সব্জির মালিক স্কুলের ক্ষুদে পড়ুয়ারাই। বাজার থেকে কেনা সব্জি নয়, মিড ডে মিলের রান্নার জন্য স্কুল চত্বরেই সব্জির চাষ হচ্ছে।

শান্তিপুরের বাগদেবীপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা একশ পঁয়ষট্টি। সব্জি বাগান দেখভালের জন্য পড়ুয়াদের সঙ্গে হাত লাগিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। টাটকা সব্জির স্বাদই আলাদা। স্কুল কতৃপক্ষের এই উদ্যোগে খুশি পড়ুয়াদের অবিভাবকরাও।

 

.