পাহাড়ে এ বার মৌন মিছিল মোর্চার

পাহাড় বন‌্ধ-এর ষষ্ঠ দিনে মৌন মিছিল করল গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাল্যান্ডের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলল মিছিল। মিছিলে অংশ নিলেন কয়েক হাজার মোর্চা সমর্থক। 

Updated By: Aug 8, 2013, 01:51 PM IST

পাহাড় বন‌্ধ-এর ষষ্ঠ দিনে মৌন মিছিল করল গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাল্যান্ডের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলল মিছিল। মিছিলে অংশ নিলেন কয়েক হাজার মোর্চা সমর্থক। 
আলাদা রাজ্যের দাবিতে মাথা মোড়ালেন নারী মোর্চার কর্মী-সমর্থকদের অনেকেই। গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করে সিপিআরএমও। সকাল থেকেই বনধের চেনা ছবি দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়ংয়ে।
বন্ধ রয়েছে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠানও। বিভিন্ন সরকারি অফিসের সামনে পিকেটিং করেন মোর্চার কর্মী সমর্থকরা। অশান্তি এড়াতে পুলিস ও সিআরপিএফের টহলদারি চলছে। গতকাল রাতে পুলিস মোর্চার পাঁচ নেতাকে আটক করে। প্রতিবাদে নারী মোর্চার সদস্যরা দার্জিলিং থানার সামনে বিক্ষোভ দেখান। আটক পাঁচজনের মধ্যে তিনজনকে ছেড়ে দেয় পুলিস। দুজনকে গ্রেফতার করা হয়েছে।

.