পৃথক রাজ্যের দাবিতে এ বার একজোট আলফা, কেএলও এবং কামতাপুরীরা!

রাজ্যে নতুন করে কি দানা বাঁধতে চলেছে আরেকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? পৃথক রাজ্যের দাবিতে কি একজোট হচ্ছে আলফা, কেএলও এবং কামতাপুরীরা? পশ্চিমবঙ্গ-অসম সীমানায় ছাত্র সংগঠন আক্রাসুর দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই উদ্বেগ দানা বেঁধেছে।

Updated By: Aug 12, 2013, 12:40 PM IST

রাজ্যে নতুন করে কি দানা বাঁধতে চলেছে আরেকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? পৃথক রাজ্যের দাবিতে কি একজোট হচ্ছে আলফা, কেএলও এবং কামতাপুরীরা? পশ্চিমবঙ্গ-অসম সীমানায় ছাত্র সংগঠন আক্রাসুর দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই উদ্বেগ দানা বেঁধেছে।
গত দুদিন ধরে অসম সীমানাবর্তী চিরাং ও বাসুগাঁওতে কয়েকটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। দেওয়াল লিখনগুলিতে কামতাপুরীদের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ-অসম সীমানায় কেএলও সক্রিয় হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে প্রকাশ। আবার নতুন করে সংগঠিত হচ্ছে কামতাপুরীরাও। এই নিয়ে গোয়েন্দা রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।  

.