পৃথক রাজ্যের দাবিতে এ বার একজোট আলফা, কেএলও এবং কামতাপুরীরা!
রাজ্যে নতুন করে কি দানা বাঁধতে চলেছে আরেকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? পৃথক রাজ্যের দাবিতে কি একজোট হচ্ছে আলফা, কেএলও এবং কামতাপুরীরা? পশ্চিমবঙ্গ-অসম সীমানায় ছাত্র সংগঠন আক্রাসুর দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই উদ্বেগ দানা বেঁধেছে।
রাজ্যে নতুন করে কি দানা বাঁধতে চলেছে আরেকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? পৃথক রাজ্যের দাবিতে কি একজোট হচ্ছে আলফা, কেএলও এবং কামতাপুরীরা? পশ্চিমবঙ্গ-অসম সীমানায় ছাত্র সংগঠন আক্রাসুর দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই উদ্বেগ দানা বেঁধেছে।
গত দুদিন ধরে অসম সীমানাবর্তী চিরাং ও বাসুগাঁওতে কয়েকটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। দেওয়াল লিখনগুলিতে কামতাপুরীদের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ-অসম সীমানায় কেএলও সক্রিয় হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে প্রকাশ। আবার নতুন করে সংগঠিত হচ্ছে কামতাপুরীরাও। এই নিয়ে গোয়েন্দা রিপোর্টে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।