খাবারে বিষ, বাড়ির বউ খাবার হাতে সটান হাজির থানায়

খাবারে বিষ। বাড়ির বউ খাবার হাতে সটান হাজির থানায়। প্রথমে অভিযোগ নিতে টালবাহানা পুলিসের। পরে অবশ্য অভিযোগ নিতে বাধ্য হল পুলিস। ঘটনা । বীরভূমের মাড়গ্রাম থানার নুরুদ্দিকুর গ্রামে।  

Updated By: Jul 26, 2015, 09:29 AM IST

ওয়েব ডেস্ক: খাবারে বিষ। বাড়ির বউ খাবার হাতে সটান হাজির থানায়। প্রথমে অভিযোগ নিতে টালবাহানা পুলিসের। পরে অবশ্য অভিযোগ নিতে বাধ্য হল পুলিস। ঘটনা । বীরভূমের মাড়গ্রাম থানার নুরুদ্দিকুর গ্রামে।  

রান্না করা সবজি খেতে গিয়ে কীটনাশকের গন্ধ পান  মাড়গ্রাম থানার নুরুদ্দিকুর গ্রামের পরভিনা। এরপর বিষ মেশানো খাবার নিয়েই বাড়ির বউমা সোজা রওনা দেন থানায়। তাঁর অভিযোগ, তারাপীঠ ফাঁড়ির পুলিস প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে সংবাদমাধ্যমের চাপে নড়েচড়ে বসে পুলিস।

জানা গিয়েছে, ঘটনার মধ্যস্থতায় নেমে পড়েন স্থানীয় ব্লক যুব তৃণমূল সভাপতি প্রেমানন্দ মন্ডল। মহিলার স্বামী মিনারু শেখ এলাকায় স্থানীয় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। অভিযোগ না করার জন্য মহিলাকে সম্পত্তির লোভও দেখানো হয়। তবে মহিলা কোনও প্রোলোভনেই পা দেননি। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।

.