সুকুমার হাঁসদার বদল চেয়ে পোস্টার পড়ল ঝাড়গ্রামে

তৃণমূল কংগ্রেস মনোনিত প্রার্থী সুকুমার হাঁসদার বদল চেয়ে এবার পোস্টার পড়ল ঝাড়গ্রামে। সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় এধরনের পোস্টার পড়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, পুলিসের কাছে এখনও স্পষ্ট নয়।

Updated By: Mar 8, 2016, 12:14 PM IST
সুকুমার হাঁসদার বদল চেয়ে পোস্টার পড়ল ঝাড়গ্রামে

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেস মনোনিত প্রার্থী সুকুমার হাঁসদার বদল চেয়ে এবার পোস্টার পড়ল ঝাড়গ্রামে। সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় এধরনের পোস্টার পড়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, পুলিসের কাছে এখনও স্পষ্ট নয়।

ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে সুকুমার হাঁসদাকে প্রার্থী না করার দাবি জানিয়েছিলেন দলের একাংশ। স্থানীয় মানুষজনও রাজ্যের মন্ত্রীর কাজে খুশি ছিলেন না। কারণ আদিবাসি বিকাশ মন্ত্রী হয়েও তিনি আদিবাসি উন্নয়নে কোনও কাজই করেননি বলে অভিযোগ।

তাছাড়া পশ্চিমাঞ্চ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন সুকুমার হাঁসদার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছিল। যার ফলে ওই মন্ত্রক হাতছাড়া হয় তাঁর। সেরকম এককজনকে ফের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করায় তৃণমূলের অন্দরে অসন্তোষ। তার জেরেই এই স্টারিং বলে মনে করা হচ্ছে।

.