বনদফতর ফেল! কাঠ চুরি ঠেকাতে অভিনব প্রতিবাদে সামিল গ্রামের মহিলারা
কাঠ চুরি ঠেকাতে বন দফতর হাল ছেড়ে দিয়েছে। সেই হাল ধরল স্থানীয় গ্রামের মহিলারা। চোরা কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক জোট বাঁধে পুরুলিয়ার পাটাতিড়ি গ্রামের মহিলারা।
ওয়েব ডেস্ক: কাঠ চুরি ঠেকাতে বন দফতর হাল ছেড়ে দিয়েছে। সেই হাল ধরল স্থানীয় গ্রামের মহিলারা। চোরা কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এক জোট বাঁধে পুরুলিয়ার পাটাতিড়ি গ্রামের মহিলারা।
জঙ্গল থেকে কাঠ চুরি ঠেকাতে এ এক অভিনব প্রতিবাদ। খোদ বন দফতর যেখানে অসহায়, সেখানে গ্রামের মহিলারাই এগিয়ে এলেন গুরুদায়িত্ব পালনে। নতুন দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়ার পাটাতিড়ি গ্রাম। এই গ্রাম সংলগ্ন প্রায় পঞ্চাশ বিঘার তিলাঞ্জুরির জঙ্গল চোরা কারবারিদের মৃগয়াক্ষেত্র। বনরক্ষার কাজে হাল প্রায় ছেড়ে দিয়েছে বন দফতর। এগিয়ে এসেছেন গ্রামের মহিলারা।
একসময় বন সুরক্ষা কমিটি গড়েও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত গ্রামের চুরাশিজন মহিলা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বন সুরক্ষার দায়িত্ব।