দেশের পর্যটন মানচিত্রে মুর্শিদাবাদকে তুলে ধরতে রেলের হেরিটেজ উৎসব
দেশের পর্যটন মানচিত্রে মুর্শিদাবাদকে আরও বেশি করে তুলে ধরতে কাশিমবাজার স্টেশনে অনুষ্ঠিত হল রেল হেরিটেজ উৎসব। উৎসবের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। দুদিনের উতসবে মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে মিলে গেল ভারতীয় রেলের বিবর্তনের ইতিহাস।ভারতীয় রেলের একশো ষাট বছরের ইতিহাস। তার সঙ্গে ঐতিহাসিক নানা ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। এই দুয়ের মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হল ভারতীয় রেল।
দেশের পর্যটন মানচিত্রে মুর্শিদাবাদকে আরও বেশি করে তুলে ধরতে কাশিমবাজার স্টেশনে অনুষ্ঠিত হল রেল হেরিটেজ উৎসব। উৎসবের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। দুদিনের উতসবে মুর্শিদাবাদের ইতিহাসের সঙ্গে মিলে গেল ভারতীয় রেলের বিবর্তনের ইতিহাস।ভারতীয় রেলের একশো ষাট বছরের ইতিহাস। তার সঙ্গে ঐতিহাসিক নানা ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। এই দুয়ের মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হল ভারতীয় রেল।
রেলের হেরিটেজ কমিটি, বহরমপুর পুরসভা ও স্বেচ্ছাসেবী সংস্থা ব্রেস ফাউন্ডেশনের উদ্যোগে কাশিমবাজার স্টেশনে অনুষ্ঠিত হল রেল হেরিটেজ উতসব। রেলের ঐতিহ্যের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে জুড়ে গেল কাশিমবাজার স্টেশনের নাম।
মুর্শিদাবাদ জেলায় পর্যটনের উন্নয়নে সাহায্য করবে রেলের এই হেরিটেজ উৎসব। বলছেন উদ্যোক্তারা।
দুদিনের উতসবে বিভিন্ন ছবি, মডেলের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় রেলের বিবর্তনের ইতিহাস, নানা ঐতিহাসিক ঘটনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুরক্ষা, নিরাপত্তার মতো বিষয়গুলি সম্পর্কে রেলযাত্রীদের সচেতন করার চেষ্টাও বাদ ছিল না দুদিনের উৎসবে।