ভাঙড়ে রেজ্জাক মোল্লার 'হুমকি'

প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভ শুরু হয়েছে। রবিবারেও বিভিন্ন জায়গায় দলের প্রার্থী নিয়ে চলল অসন্তোষ। এরই মধ্যে শাসক দলের সমস্যা আরও একটু বাড়ালেন প্রাক্তন বামন্ত্রী।

Updated By: Mar 7, 2016, 12:05 PM IST
ভাঙড়ে রেজ্জাক মোল্লার 'হুমকি'

ওয়েব ডেস্ক: প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভ শুরু হয়েছে। রবিবারেও বিভিন্ন জায়গায় দলের প্রার্থী নিয়ে চলল অসন্তোষ। এরই মধ্যে শাসক দলের সমস্যা আরও একটু বাড়ালেন প্রাক্তন বামন্ত্রী। ভাঙরের শোনপুরের সভায় প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা। তাঁর মন্তব্য, ভোটের পর মিলিটারি চলে যাবে। তখন কী করবেন ভোটাররা? বহিষ্কৃত বাম নেতার এই কথার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, 'ক্ষমতা হারিয়ে পাগলের প্রলাপ বকছেন রেজ্জাক মোল্লা'।

উল্লেখ্য, ভাঙড়ে রেজ্জাক মোল্লার প্রার্থী হওয়া পছন্দ নয় তৃণমূলীদেরই। রবিবার তাঁর প্রচার সভায় আরাবুলের অনুপস্থিতি অন্তত সেই ইঙ্গিতই দিল। শুধু তাই নয়, রবিবার রেজ্জাক মোল্লার কুশপত্তলিকাও পোড়ান আরাবুলের রাইট হ্যান্ড আব্দুল সালাম মোল্লা।

.