মোর্চার ডাকে পাহাড়ে চলছে ১২ ঘণ্টার পাহাড় বনধ

‍ মোর্চার ডাকে পাহাড়ে চলছে ১২ ঘণ্টার পাহাড় বনধ। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে তিনটি মহকুমায়। কোথাও কোথাও পুলিসের সঙ্গে মোর্চা সমর্থকদের ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত কয়েক জন শীর্ষ মোর্চা নেতা সহ শতাধিক সমর্থককে আটক করেছে পুলিস। এর মধ্যে রয়েছেন কালিম্পঙের বিধায়ক সরিতা রাই এবং যুব মোর্চার সভাপতি বিনয় ঘিসিং। কার্শিয়ং থেকে আটক করা হয়েছে জিটিএ সদস্য অনীক থাপাকে। পাহাড়ের তিনটি মহকুমায় ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পেডংয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে।

Updated By: Sep 28, 2016, 08:46 AM IST
মোর্চার ডাকে পাহাড়ে চলছে ১২ ঘণ্টার পাহাড় বনধ

ওয়েব ডেস্ক:‍ মোর্চার ডাকে পাহাড়ে চলছে ১২ ঘণ্টার পাহাড় বনধ। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে তিনটি মহকুমায়। কোথাও কোথাও পুলিসের সঙ্গে মোর্চা সমর্থকদের ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। এখনও পর্যন্ত কয়েক জন শীর্ষ মোর্চা নেতা সহ শতাধিক সমর্থককে আটক করেছে পুলিস। এর মধ্যে রয়েছেন কালিম্পঙের বিধায়ক সরিতা রাই এবং যুব মোর্চার সভাপতি বিনয় ঘিসিং। কার্শিয়ং থেকে আটক করা হয়েছে জিটিএ সদস্য অনীক থাপাকে। পাহাড়ের তিনটি মহকুমায় ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পেডংয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে।

আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ

আরও পড়ুন কয়লা নিয়ে গণ্ডগোলের জেরে গুলি চলল আসানসোলে

.