পাহাড় ফুঁসছে: বন্‍ধ-এর পঞ্চম দিনে আজও শুনশান পাহাড়

দিল্লিতে মোর্চার ডাকে সাড়া দেয়নি কংগ্রেস হাইকম্যান্ড। এই পরিস্থিতিতে আসরে নামতে চলেছেন মোর্চা সুপ্রিমো। আগামিকাল দিল্লি যাচ্ছেন তিনি। কথা হতে পারে রাহুল গান্ধির সঙ্গে। এদিকে বন্‍ধ-এর পঞ্চম দিনে আজও শুনশান পাহাড়।

Updated By: Aug 7, 2013, 11:39 AM IST

দিল্লিতে মোর্চার ডাকে সাড়া দেয়নি কংগ্রেস হাইকম্যান্ড। এই পরিস্থিতিতে আসরে নামতে চলেছেন মোর্চা সুপ্রিমো। আগামিকাল দিল্লি যাচ্ছেন তিনি। কথা হতে পারে রাহুল গান্ধির সঙ্গে। এদিকে বন্‍ধ-এর পঞ্চম দিনে আজও শুনশান পাহাড়।
সকাল থেকে বিভিন্ন সরকারি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন মোর্চা সমর্থকেরা। মোর্চার আন্দোলনে রাশ টানতে তত্‍পর রাজ্য সরকারও।
গতকাল রাতে আরও তিন জন জিএলপি সদস্য সহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিস। পুরনো মামলার জেরে এদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। ধৃতদের আজ দার্জিলিং মহকুমা আদালতে তোলা হবে।

.