চাঁপদানিতে পুলিস পেটানো: অবশেষে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের

আটদিন পর আত্মসমর্পণ করলেন মূল অভিযুক্ত বিক্রম গুপ্তা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে  ফাঁড়িতে ঢুকে পুলিসকে মারধরের অভিযোগ রয়েছে। ভোটের মুখে বিক্রম গুপ্তা আত্মসমর্পণ নেহাতই লোক দেখানো, অভিযোগ বিরোধী শিবিরের। অন্যদিকে,পুলিস হেফাজতে না চাওয়াও বিক্রম গুপ্তাকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Apr 13, 2015, 11:35 PM IST
চাঁপদানিতে পুলিস পেটানো: অবশেষে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের

ব্যুরো: আটদিন পর আত্মসমর্পণ করলেন মূল অভিযুক্ত বিক্রম গুপ্তা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে  ফাঁড়িতে ঢুকে পুলিসকে মারধরের অভিযোগ রয়েছে। ভোটের মুখে বিক্রম গুপ্তা আত্মসমর্পণ নেহাতই লোক দেখানো, অভিযোগ বিরোধী শিবিরের। অন্যদিকে,পুলিস হেফাজতে না চাওয়াও বিক্রম গুপ্তাকে সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

চাঁপদানি পুলিস ফাঁড়িতে তাণ্ডবের আটদিন পরও তাঁর টিকিও ছুঁতে পারেনি পুলিস। শেষপর্যন্ত সোমবার আত্মসমর্পণ করলেন মূল অভিযুক্ত  বিদায়ী তৃণমূল কাউন্সিলর বিক্রম গুপ্তা। দলের  সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আত্মসমর্পণ, জানালেন বিক্রম।।

ঘটনার পর থেকেই বিক্রম গুপ্তাকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এমনকি প্রথমদিকে FIR-এ বিক্রম গুপ্তার নামও ছিলনা।  এবারও ৩ নং ওয়ার্ড থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী তিনিই। তবে এত কিছুর পরেও তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল কর্মীরা।

ভোটের মুখে বিক্রম গুপ্তার আত্মসমর্পণ আদতে আই ওয়াশ ,অভিযোগ বিরোধী শিবিরের।

পুরভোটের ঠিক মুখে বিক্রম গুপ্তার আত্মসমর্পণ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে শাসক বিরোধী দুই শিবিরই।

 

.