কুলতলিতে খুন তৃণমূল কর্মী
দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে খুন হলেন তৃণমূল কর্মী জাহাঙ্গীর গাজি। তাঁর বাড়ি মেরিগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের নোয়াপাড়ায়। পেশায় শ্রমিকদের ঠিকাদার ছিলেন জাহাঙ্গীর। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি পুকুরপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল জাহাঙ্গীর গাজির দেহ।
ওয়েব ডেস্ক: দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে খুন হলেন তৃণমূল কর্মী জাহাঙ্গীর গাজি। তাঁর বাড়ি মেরিগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের নোয়াপাড়ায়। পেশায় শ্রমিকদের ঠিকাদার ছিলেন জাহাঙ্গীর। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি পুকুরপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল জাহাঙ্গীর গাজির দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুরের SDPO-র নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী গিয়ে দেহ উদ্ধার করে। সঙ্গে ছিলেন কুলতলি থানার OC এবং IC। কুলতলির তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি গোপাল মাঝির দাবি, CPIM এবং SUCI কর্মীরাই জাহাঙ্গীর গাজিকে খুন করেছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন কুলতলির বাম বিধায়ক রামশঙ্কর হালদার।