বরকত মিথ ভাঙতেই এবার মালদায় লড়বে তৃণমূল

বরকত মিথ ভাঙতে এবার নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। এবারই প্রথম কোতোয়ালির সদস্যের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতারা বলছেন, জোট নেই তাই প্রার্থী দিতে অসুবিধা কোথায়? কংগ্রেসের পাল্টা তোপ কেন্দ্রীয় সরকারের প্রকল্প দেখিয়ে ভোটের ময়দানে সুবিধা করতে পারবে না তৃণমূল।

Updated By: Mar 19, 2014, 11:35 PM IST

বরকত মিথ ভাঙতে এবার নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। এবারই প্রথম কোতোয়ালির সদস্যের বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতারা বলছেন, জোট নেই তাই প্রার্থী দিতে অসুবিধা কোথায়? কংগ্রেসের পাল্টা তোপ কেন্দ্রীয় সরকারের প্রকল্প দেখিয়ে ভোটের ময়দানে সুবিধা করতে পারবে না তৃণমূল।

গনিখান চৌধুরী। আজও মালদার রাজনীতি আবর্তিত হয় বরকত সাহেবকে কেন্দ্র করেই। ভোট আসে, ভোট যায়। কিন্তু, প্রচারের কোথাও না কোথাও আজও থেকে গিয়েছেন গনিখান চৌধুরী। কংগ্রেসের সঙ্গে বহুবার বহুক্ষেত্রে সম্পর্কের চাপানউতোর হয়েছে তৃণমূলের। কিন্তু, কোতুয়ালির সঙ্গে কোনওদিনই সম্পর্কে চিড় ধরেনি তৃণমূলনেত্রীর। কিন্তু, সম্ভবত এবারই হল ছন্দপতন। কোতুয়ালির সদস্যের বিরুদ্ধে মালদার দুই কেন্দ্রেই লড়ছে তৃণমূল।

তৃণমূল বলছে, মানুষের সঙ্গে আর কোনও সম্পর্কই নেই কোতুয়ালির সদস্যদের। আর সেটারই প্রতিফলন নাকি পড়বে এবারের ভোটে। আর কংগ্রেস বলছে উন্নয়ন নিয়ে তৃণমূলের ফানুস ফুটো করে দেওয়ার সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে তারা।

বরকত মিথ ভাঙতে তৃণমূল নেত্রী ময়দানে নামিয়েছেন দুই ভূমিপুত্রকে। কিন্তু, তাতে কি বাজিমাত হবে মালদার মাটিতে?

.