বন্ধ জুট মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধ

বন্ধ জুট মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধ। ২৯ নম্বর গেটে রেল অবরোধ করলেন নফরচাঁদ জুট মিলের কর্মীরা। পরিবারের সদস্যদের নিয়ে রেল লাইনে বসে পড়লেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মিল খোলার দাবি নিয়ে সরকারি বিভিন্ন মহলে দরবার করে কোনও সুরাহা হয়নি। ফলে রেল অবরোধ করতে বাধ্য হয়েছেন তাঁরা। অবরোধে ফলে শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন।  দুর্ভোগে যাত্রীরা।

Updated By: Jan 11, 2017, 11:05 AM IST
বন্ধ জুট মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধ

ওয়েব ডেস্ক: বন্ধ জুট মিল খোলার দাবিতে কাঁকিনাড়ায় রেল অবরোধ। ২৯ নম্বর গেটে রেল অবরোধ করলেন নফরচাঁদ জুট মিলের কর্মীরা। পরিবারের সদস্যদের নিয়ে রেল লাইনে বসে পড়লেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মিল খোলার দাবি নিয়ে সরকারি বিভিন্ন মহলে দরবার করে কোনও সুরাহা হয়নি। ফলে রেল অবরোধ করতে বাধ্য হয়েছেন তাঁরা। অবরোধে ফলে শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন।  দুর্ভোগে যাত্রীরা।

আরও পড়ুন শৈত্যপ্রবাহ চলতে থাকায় উত্তর ভারতজুড়ে ঘন কুয়াশা

আরও পড়ুন সুদীপ গ্রেফতারি এবং নোট বাতিল ইস্যুকে সামনে রেখে আজ ফের রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

অন্যদিকে, ভর সন্ধেয় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের গোলবাজার এলাকার ঘটনা।  সাইকেলে যাওয়ার সময় পিছন থেকে বাইকে ধাওয়া করে ২ যুবক। কলেজ ছাত্রীকে ধাক্কা মেরে মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পড়ে গিয়ে গুরুতর জখম হন ছাত্রী। তাঁকে অশোক নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অশোক নগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। দুষ্কৃতীরা এখনও অধরা।

.