ডেঙ্গিতে রাজ্যে আরও দু`জনের মৃত্যু

ডেঙ্গিতে আজ আরও দু`জনের মৃত্যু হল এরাজ্যে। ভোররাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে মৃত্যু হয় ৩৫ বছরের খয়েবর সরকারের। তাঁর বাড়ি ফুলবাড়ির রামপুর গ্রামে।

Updated By: Sep 16, 2012, 05:30 PM IST

ডেঙ্গিতে আজ আরও দু`জনের মৃত্যু হল এরাজ্যে। ভোররাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে মৃত্যু হয় ৩৫ বছরের খয়েবর সরকারের। তাঁর বাড়ি ফুলবাড়ির রামপুর গ্রামে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নদিয়ার হরিণঘাটার বাসিন্দা বলরাম সরকারের। রাজ্যে এপর্যন্ত ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
প্রবল জ্বর ও শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কয়েক আগে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুলবাড়ির রামপুর গ্রামের বাসিন্দা খয়েবর সরকার। পরিবারের সদস্যদের দাবি, রোগের লক্ষণ দেখে ডাক্তাররা জানিয়েছিলেন, বছর ৩৫ ওই যুবক ডেঙ্গিতে আক্রান্ত। সেইমত চলছিল চিকিত্‍সা। রবিবার মৃত্যু হয় খয়েবর সরকারের। অথচ ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখই করেননি চিকিত্‍সকরা, অভিযোগ খয়েবর সরকারের পরিবারের।
 
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতার মুকুন্দপুর অঞ্চলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নদিয়ার হরিণঘাটার বাসিন্দা, ৭৩ বছরের বলরাম সরকার। রবিবার সকালে তাঁরও মৃত্যু হয়। ডেঙ্গিতে রাজ্যে একের পর একজনের মৃত্যু হলেও, সরকারি পরিসংখ্যানে এখনও এই রোগের শিকার ছয়।

.