ডানকুনিতে প্রতিবাদীকে বেধড়ক মার সমাজবিরোধীদের

ফের আক্রান্ত প্রতিবাদী। এবার হুগলির ডানকুনিতে। নির্মাণকাজের জন্য রাস্তায় ফেলে রাখা ইট-বালি-পাথরে যাতায়াতে সবারই অসুবিধা হচ্ছিল। এর প্রতিবাদ করেন স্থানীয় তিন যুবক শেখ ফিরদৌস, শেখ আক্রাম এবং শেখ জাকেরিয়া। অভিযোগ, এর জেরেই তাঁদের ওপর নেমে আসে আক্রমণ।

Updated By: Aug 13, 2016, 09:19 AM IST
ডানকুনিতে প্রতিবাদীকে বেধড়ক মার সমাজবিরোধীদের

ওয়েব ডেস্ক : ফের আক্রান্ত প্রতিবাদী। এবার হুগলির ডানকুনিতে। নির্মাণকাজের জন্য রাস্তায় ফেলে রাখা ইট-বালি-পাথরে যাতায়াতে সবারই অসুবিধা হচ্ছিল। এর প্রতিবাদ করেন স্থানীয় তিন যুবক শেখ ফিরদৌস, শেখ আক্রাম এবং শেখ জাকেরিয়া। অভিযোগ, এর জেরেই তাঁদের ওপর নেমে আসে আক্রমণ।

এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত কয়েকজন আচমকা চড়াও হয় তাঁদের ওপর। চলে বেধড়ক মারধর। প্রতিবাদী যুবকদের মধ্যে একজনের আঘাত বেশ গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। তদন্তে নেমে পুলিস ইতিমধ্যে শেখ নূর ইসলাম নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে চলছে তল্লাসি।  

.