INDvsWI: Eden Gardens-এ ফিরছে দর্শক, চালু হচ্ছে স্পেশাল মেট্রো

ফের ভরে উঠবে ইডেনের গ্যালারি। 

Updated By: Feb 19, 2022, 01:33 PM IST
INDvsWI: Eden Gardens-এ ফিরছে দর্শক, চালু হচ্ছে স্পেশাল মেট্রো
সামাজিক দুরত্ব মেনে ফের ভরে উঠবে ইডেনের গ্যালারি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রবিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ একেবারে নিরামিষ। কারণ সিরিজের ফলাফল সবার জানা। তবে এই ম্যাচের একমাত্র আকর্ষণের কেন্দ্রবিন্দু হল ইডেন গার্ডেন্সের গ্যালারি ফের ভরে উঠবে। তাই সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে বাড়ানো হল রাতের

মেট্রোর সংখ্যা। রবিবার রাত ১০.৩০ মিনিটে ছাড়বে দুটি অতিরিক্ত মেট্রো। এসপ্ল্যানেড থেকে একটি যাবে দক্ষিণেশ্বরের দিকে। অন্য মেট্রো যাবে কবি সুভাষের দিকে। তবে রবিবারের ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে শুধুমাত্র সিএবি-র সদস্যদের মাঠে ঢোকার ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। ফলে সব গ্যালারির আপার টিয়ার ভরে ওঠার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: INDvsWI: তৃতীয় ম্যাচের আগেই শহর ছাড়লেন Virat Kohli, Rishabh Pant, নেই শ্রীলঙ্কা সিরিজেও

আরও পড়ুন: INDvsWI: Bhuvneshwar ক্যাচ ফেলতেই বলে লাথি মারলেন Rohit Sharma, ভাইরাল ভিডিয়ো

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, 'বিসিসিআইকে আমরা ইডেনে দর্শক প্রবেশের ব্যাপারে অনুরোধ করেছিলাম। ইডেনে বহুদিন পর খেলা হচ্ছে। কোভিডের জন্য আইপিএল হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও হয়নি। কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি। আমরা গত নভেম্বরে যে ম্যাচ আয়োজন করেছিলাম ইডেনে, সেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও ৭০ শতাংশ দর্শক ছিল মাঠে। রাজ্যে কোভিড পরিস্থিতি গত নভেম্বরের তুলনায় অনেক ভাল। সেইজন্য আমরা বিসিসিআই-কে অনুরোধ করেছিলাম, যাতে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। ওরা বিষয়টা ভেবে দেখে দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছে।“

সিএবি সভাপতি আরও করেছেন, “প্রথম দু'টি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হলেও তৃতীয় ম্যাচে কিছু লোক হবে। তবে এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ঠিক কত লোক হবে। লাইফ মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, অ্যানুয়াল মেম্বার ও অনারারি মেম্বাররা রয়েছেন । সংবিধান মেনে তাঁদের আগে টিকিট দিতে হবে । এরপর হিসাব কষে দেখতে হবে সাধারণের জন্য কীভাবে টিকিটের ব্যবস্থা করা যায়।“  

সৌরভ গঙ্গোপাধায়ের বোর্ডের কাছে সিএবি অনুরোধ করে জানিয়েছিল যে প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারে যাতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। এতে দূরত্ববিধিও মানা যাবে। আপাতত প্রত্যেক স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিট ছাপানোর ব্যবস্থাই করা হবে বলে সিএবি-র তরফে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.