রাজ্য পুলিসে ৬৬৮টি শূন্যপদ, সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করুন আজই

সাব ইন্সপক্টর পদে নিয়োগ করবে ওয়েস্টবেঙ্গল পুলিস। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ  রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। 

Updated By: Aug 11, 2019, 12:01 PM IST
রাজ্য পুলিসে ৬৬৮টি শূন্যপদ, সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করুন আজই

নিজস্ব প্রতিবেদন: সাব ইন্সপক্টর পদে নিয়োগ করবে ওয়েস্টবেঙ্গল পুলিস। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ  রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। 

শূন্যপদ: ৬৬৮ 

বাছাই পদ্ধতি: প্রার্থীদের প্রথমে  প্রিলিমিনারি টেস্ট, মেনস এবং এনডিউরেন্স টেস্ট দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং চলবে। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিস অ্যাকাডেমি বা সহায়ক কোনও ট্রেনিং সেন্টারে ট্রেনিং হবে। 

শিক্ষাগত যোগ্যতা; প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্য়ালয় থেকে গ্রাজুয়েশন করতে হবে। 

বয়সসীমা: প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। SC/ST-র প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং OBC-রা ৩ বছরের ছাড় পাবেন। 

স্টেপ ১:  policewb.gov.in এই ওয়েবসাইটটিতে যান
স্টেপ ২:  ‘recruitment’লেখা অংশে ক্লিক করুন 
স্টেপ ৩: ‘download offline application’ লেখাটির ওপর ক্লিক করুন
স্টেপ ৪: যেই পদের জন্য আবেদন করতে চান বাঁদিকে সেই পদের ওপর ক্লিক করুন 
স্টেপ ৫: স্ক্রিনে দেওয়া নির্দেশগুলির ভাল করে পড়ে নিয়ে ‘download form’-এর ওপর ক্লিক করুন 
স্টেপ ৬: ফর্ম ফিলআপ করুন এবং সহজ মিত্র কেন্দ্রতে (তথ্য মিত্র কেন্দ্র) তা জমা দিন।

পরবর্তী কাজের জন্য প্রার্থীরা অ্য়াপ্লিকেশন নম্বরটি লিখে রাখুন

.