close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

অন্যের মুখে মালাইকার প্রশংসা শুনেই ক্ষেপে গেলেন অর্জুন? দেখুন ভিডিয়ো

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়ো 

Updated: Aug 9, 2019, 03:04 PM IST
অন্যের মুখে মালাইকার প্রশংসা শুনেই ক্ষেপে গেলেন অর্জুন? দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে একসঙ্গে হাজির হন তাঁরা। বৃহস্পতিবার রাতে যখন তাঁরা অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য এসে পৌঁছন, সেই সময় ঢাক ঢোল বাজতে শুরু করে। যা দেখে মুখে হাসির রেখা ফুটে ওঠে মালাইকা অরোরার। বুঝতেই পারছেন অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার কথাই বলা হচ্ছে।

আরও পড়ুন : জঙ্গিদের নিষিদ্ধ করুন, সিনেমা নয়, পাকিস্তানকে পরামর্শ বলিউডের পরিচালকের
অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক করণ ঠক্কর মালাইকা অরোরার সামনে আসেন এবং তাঁর প্রশংসা শুরু করেন। তিনি বলেন, ২০ ঘণ্টার সফর মেলবোর্নে হাজির হয়েছেন মালাইকা। তা সত্ত্বেও তিনি সুন্দরী এবং সমান গ্ল্যামারাস রয়েছেন। অর্জুন কাপুর বেশ সৌভাগ্যবান যে তিনি মালাইকার পাশে বসেছেন। এমন মন্তব্যও করেন করণ। যা শুনে প্রথমে হেসে ফেলেন অর্জুন কাপুর। এরপর তিনি করণের হাত ধরে বলেন, পিছনের সারিতে যে মহিলারা বসে রয়েছেন, তাঁদের সঙ্গে গিয়ে মজা করুন। যা শুনে হেসে ফেলেন সেখানে হাজির প্রত্যেকে।
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

যদিও গোটা ঘটনাই বেশ মজার ছলেই নিয়েছেন অর্জুন কাপুর।
এদিকে অর্জুন কাপুরের সঙ্গে কবে গাঁটছড়া বাঁধছেন? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মালাইকা জানানা, এই মুহূর্তে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। তাঁরা এই মুহূর্তে কাজ নিয়ে ব্যাস্ত বলেো জানান মালাইকা।