Dev: ট্রেলার রিলিজে গড়িমসি, কিশমিশ-এর পরিচালক রাহুলের উপর রেগে লাল দেব
ইতিমধ্যেই কিশমিশ-এর(Kishmish) রিলিজ ডেট ঘোষণা করে দিয়েছেন দেব(Dev), ২৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবির কিন্তু এখনও মুক্তি পায়নি ট্রেলার(trailer)। সেই ট্রেলার ঘিরে শুরু ঝামেলা।
নিজস্ব প্রতিবেদন: 'কিশমিশ'-এর(Kishmish) শুটিং পর্ব শেষ করে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব(Dev) ও রুক্মিনী(Rukmini Maitra)। মালদ্বীপে সমুদ্রের ধারে কোয়ালিটি টাইম কাটানো থেকে শুরু করে সমুদ্রে মাছ ধরা, তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল জানান দিচ্ছে চুটিয়ে মজা করেছে এই লাভ কাপল। কিন্তু এরপর কলকাতায় ফিরেই মেজাজ হারালেন দেব। কী এমন ঘটল যে সরাসরি পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়ালেন অভিনেতা?
মালদ্বীপ থেকে কলকাতা ফিরেই নিজের প্রযোজনা সংস্থার অফিসে হাজির হন দেব। সেখানে গিয়ে তিনি দেখেন, তাঁর অনুপস্থিতিতে তাঁর সহযোগীরা কেউ ঘুমাচ্ছেন, কেউ বা ঝিমাচ্ছেন। সবাইকে একে একে ডেকে জিগেস করেন কবে রিলিজ করবে তাঁর আগামী ছবি কিশমিশের ট্রেলার, কেন এখনও রেডি হয়নি ট্রেলার? কারণ ইতিমধ্যেই এই ছবির রিলিজ ডেট ঘোষণা করে দিয়েছেন দেব, ২৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবির কিন্তু এখনও মুক্তি পায়নি ট্রেলার। দেবের প্রশ্নের উত্তর দিতে পারেননি সহযোগীরা। তাঁদের উপর তুমুল রেগে যান অভিনেতা প্রযোজক।
তখনই সেখানে এসে হাজির হন পরিচালক রাহুল মুখোপাধ্যায়(Rahool Mukherjee)। তাঁকেও প্রযোজক দেব জিগেস করেন, ট্রেলার কোথায়? উত্তর দিতে পারেননি স্বয়ং পরিচালক। তাঁর উপর রেগে দেব বলেন, অন্য ছবি পেয়ে যাওয়ায় কিশমিশকে অবহেলা করছেন রাহুল। তাঁর ছবিকে গুরুত্ব দিচ্ছেন না। পাশাপাশি একথাও তিনি পরিচালককে মনে করিয়ে দেন যে মালদ্বীপ যাওয়ার আগেই ট্রেলার দেখার কথা বলে গিয়েছিলেন তিনি। ট্রেলার রিলিজ করতে দেরি হয়ে যাচ্ছে, এরপর হল পাবেন না সেটাও আলাদা চিন্তার বিষয়। পাঁচ বছর যাঁদের সঙ্গে কাজ করছেন তাঁদের অবহেলা দেখেও অবাক দেব। পাশাপাশি বলে দেন এখন আর রাহুলকে খুঁজে পাওয়া যাবে না কারণ তাঁর হাতে অনেক ছবি। সবমিলিয়ে মালদ্বীপ থেকে ফিরে রাগে অগ্নিশর্মা দেব।
আসলে এই সবটাই দেবের প্রচার কৌশল। বরাবরই তিনি নজর কেড়েছেন প্রচারে। এবারও তাঁর অন্যথা হল না। দেবের এই চিৎকারের মাঝেই হাজির কিশমিশের টিনটিন অর্থাৎ পর্দার দেব। সে এসে জানিয়ে দেয় যে, আগামী ২১ মার্চ রাত ৮টায় প্রকাশ হবে কিশমিশের ট্রেলার। দেবের কথা অনুযায়ী,'ল্যাদেস্বর টিনটিনের সাথে থাকতে থাকতে টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস ও রাহুল মুখোপাধ্যায়ের ল্যাদ লেগে গেছে।'টিনটিনকে পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় সিনে অনুরাগীরা।
আরও পড়ুন: Rupankar Bagchi: ‘ব্রিদ ইজি’ কোম্পানির মগজ ধোলাইয়ের গল্প নিয়ে আসছে ‘চাঁদমারি’