কৃষকদের পাশে দাঁড়ানোয় দিলজিৎকে 'খালিস্তানি' বলে তোপ Kangana-র
দিলজিৎ-এর বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনা
নিজস্ব প্রতিবেদন: 'সারাদিন ধরে আমার একটাই কাজ, সেটা হল দেশের সেবা করা। দেশের হয়ে সব সময় সুর চড়াব। দেশকে সমর্থন করে গলা ফাটাব কিন্তু খালিস্তানিদের শান্তিতে থাকতে দেব না।' খালিস্তানিরা যাতে নিজেদের কাজ ঠিকভাবে করতে না পরেন, সেই ব্যবস্থা তিনি করবেন। কৃষক আন্দোলন নিয়ে এভাবেই দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত (kangana Ranaut)।
কৃষক আন্দোলনকে সমর্থন করে মঙ্গলবার রিহানা (Rihanna) যখনই টুইট করেন, তা ভাইরাল হয়ে যায়। রিহানার টুইট প্রকাশ্যে আসার পর তাঁকে সমর্থন করেন দিলজিৎ (Diljit Dosanjh)। কৃষকদের পাশে দাঁড়ানোয় রিহানাকে নিয়ে গান গাইতে শোনা যায় 'উড়তা পঞ্জাব' অভিনেতাকে। ওই ঘটনার পরপরই দিলজিৎ-এর বিরুদ্ধে ফুঁসে ওঠেন কঙ্গনা।
আরও পড়ুন : কৃষকদের সমর্থনে রিহানার ট্যুইট, পপ তারকাকে নিয়ে গান গাইলেন দিলজিৎ
Desh sirf Bhartiyon ka hai, Khalistanion ka nahin, bol tu Khalistani nahin hai, please say you condemn fringe groups such as Khalistanis participating in protests. If you say this I will apologise and consider you a true patriot. Please say I am waiting #IndiaTogether https://t.co/toq3j4lPxD
— Kangana Ranaut (@KanganaTeam) February 3, 2021
Mujhe pata tha tu kabhi nahin bolega ki tu Khalistani nahi hai, this is for everyone to see, bhed ki khaal mein bhediye... Jai Hind https://t.co/Zby730IOoP
— Kangana Ranaut (@KanganaTeam) February 3, 2021
Chal theek hai, sirf bol de tu Khalistani nahin hai, kyun itna baatein ghuma raha hai ? Bol de simply ... kyun nahin bol sakta ? Sara discussion close ho jayega mera doubt bhi clear ho jayega. Please say ... https://t.co/LkjI70fbd4
— Kangana Ranaut (@KanganaTeam) February 3, 2021
তিনি বলেন, দিলজিৎ এবার স্বীকার করুন যে তিনি নিজে একজন 'খালিস্তানি'। এই দেশ ভারতীয়দের, খালিস্তানিদের নয়। দিলজিৎরা যতই চেষ্টা করুন না কেন, ভারতবর্ষকে কিছুতেই ভাঙতে পারবেন না বলে মন্তব্য করেন কঙ্গনা। শুধু তাই নয়, এত কথা না বলে, দিলজিৎ স্বীকার করে নিন যে তিনি খালিস্তানি। এত কথা ঘুরিয়ে ফিরিয়ে বলার কিছু হয়নি। দিলজিৎ যদি নিজেকে খালিস্তানি বলে স্বীকার করে নেন, তাহলে আর এত আলোচনার কোনও প্রয়োজন নেই। সব আলোচনা এখানেই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।
আরও পড়ুন : Farmers Protest : রিহানাকে 'পর্ন গায়িকা' বলে আক্রমণ Kangana-র
দিলজিৎ-এর পাশপাশি পরিবেশবিদ গ্রেটা থানবার্গের বিরুদ্ধেও সুর চড়ান কঙ্গনা রানাউত। এসবের পাশাপাশি রিহানার বেশ কিছু ছবি নিজের ছবির সঙ্গে কোলাজ করে ট্যুইট করেন কঙ্গনা রানাউত। যা দেখেও ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে সংবাদমাধ্যম জুড়ে।