৪০ বছর পর শোলের 'গ্যাং অফ ফোর' একই ফ্রেমে

১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯। এই দিনটাই ছিল বলিউডে অমিতাভ বচ্চনের ডেবিউ। ৪৭ বছর আগে আজকের বলিউড শাহেনশাহ্‌ কেরিয়ার শুরু করেছিলেন 'সাত হিন্দুস্তানি'। আর তার ঠিক ২৬ বছর আগে ওই একই দিনে বলিউডের সুপার হিট সিনেমা 'অগ্নিপথ' শুভমুক্তি পায়। ২০১৬-তে দিনটা আরও স্মরণীয় হয়ে থাকল, কারণ, এই দিনেই একই ফ্রেমে 'শোলে'র চার নক্ষত্র। জয়, বীরুর সঙ্গেই ছিলেন বাসন্তী ও রাধা। এই তো চার চরিত্র। ছিলেন পরিচালক রাম গোপাল ভর্মা। শোলে সিনেমার ৪০ বছর পর আবারও একই সঙ্গে পর্দায় 'গ্যাং অফ ফোর'।

Updated By: Feb 16, 2016, 05:06 PM IST
৪০ বছর পর শোলের 'গ্যাং অফ ফোর' একই ফ্রেমে

ওয়েব ডেস্ক: ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯। এই দিনটাই ছিল বলিউডে অমিতাভ বচ্চনের ডেবিউ। ৪৭ বছর আগে আজকের বলিউড শাহেনশাহ্‌ কেরিয়ার শুরু করেছিলেন 'সাত হিন্দুস্তানি'। আর তার ঠিক ২৬ বছর আগে ওই একই দিনে বলিউডের সুপার হিট সিনেমা 'অগ্নিপথ' শুভমুক্তি পায়। ২০১৬-তে দিনটা আরও স্মরণীয় হয়ে থাকল, কারণ, এই দিনেই একই ফ্রেমে 'শোলে'র চার নক্ষত্র। জয়, বীরুর সঙ্গেই ছিলেন বাসন্তী ও রাধা। এই তো চার চরিত্র। ছিলেন পরিচালক রাম গোপাল ভর্মা। শোলে সিনেমার ৪০ বছর পর আবারও একই সঙ্গে পর্দায় 'গ্যাং অফ ফোর'।

ট্যুইটে নিজের ২১৪৬ নম্বর ট্যুইটে  'গ্যাং অফ ফোর'-এর 'ঐতিহাসিক' ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন।

.