close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ধর্মচারণ নিয়ে খোঁচা, কড়া জবাব মাধবনের

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের এভাবেই জবাব দিলেন অভিনেতা আর মাধবন।

Updated: Aug 16, 2019, 06:54 PM IST
ধর্মচারণ নিয়ে খোঁচা, কড়া জবাব মাধবনের

নিজস্ব প্রতিবেদন: ''আমি দরগাগুরুদুয়ারা, চার্চ, সবজায়গাতেই প্রার্থনায় অংশ নিয়ে থাকি।'' সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের এভাবেই জবাব দিলেন অভিনেতা আর মাধবন।

বৃহস্পতিবার ছিল রাখি পূর্ণিমা ও অভনি অভিত্তম। এই উপলক্ষেই পৈতে ও সাদা ধুতি পরে ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা আর মাধবন।। অথচ পিছনে দেখা যাচ্ছে যীশুর ক্রস। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয় অভিনেতা আর মাধবনকে। তাঁকে 'নকল হিন্দু' বলে আক্রমণ করেন এক নেটিজেন। প্রশ্ন তোলা হয়ে ''আপনার বাড়ির মন্দিরে ক্রস কেন? আপনি আমার শ্রদ্ধা হারালেন। আপনি কি খ্রিস্টানদের চার্চে হিন্দুদের দেবতাকে খুঁজে পান? আপনি নাটক করছেন।''

আরও পড়ুন-'গুমনামী বাবা'য় নেতাজিকে নিয়ে ভুল তথ্যের অভিযোগে আইনি চিঠি সৃজিত মুখোপাধ্যায়কে

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নেটিজেনের এই আক্রমণেরই কড়া জবাব দিয়েছেন অভিনেতা আর মাধবন। তিনি পাল্টা জবাবে লিখেছন, ''আমি আপনার মতো মানুষের শ্রদ্ধার পরোয়া করি না। আশাকরি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি আপনার অসুস্থ মানসিকতায় হতবাক। তুমি কি আমার ছবির সঙ্গে স্বর্ণমন্দিরের ছবি দেখো, তাহলে প্রশ্ন করবে যে আমি শিখ হয়ে গিয়েছি? আমার সঙ্গে দরগা, গুরুদুয়ারা, থেকে চার্চ পৃথিবীর সব ধর্মীয়স্থানেই প্রর্থনা করে থাকি।...প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন। ''

এদিকে সোশ্যাল মিডিয়ায় আর মধবনের বক্তব্যকে সমর্থন করেও টুইট করেছেন বেশকিছু নেটিজেন।

প্রসঙ্গত, অভিনেতা হিসাবে জনপ্রিয়তার পর এবার পরিচালনাতে আসতে চলেছেন অভিনেতা আর মাধবন। 

আরও পড়ুন-শুধু দাদা নয়, বৌদি নুসরতের হাতেও রাখি পরালেন নিখিলের দুই বোন