কোলন ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি ইরফান খান

কোলাইটিস হওয়ার কারণেই ইরফানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 28, 2020, 10:00 PM IST
কোলন ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি ইরফান খান

নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ইরফান খান। জানা যাচ্ছে, কোলন ইনফেকশন হওয়ার কারণেই ইরফানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পট বয়-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইরফান খানের তরফে এক মুখপাত্র জানান, ''ইরফানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সত্যি। ইরফানের কোলনে ইনফেকশন হয়েছে। সেকারণেই তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি ICU-তে চিকিৎসকদের নজরদারির মধ্যে রয়েছেন। ইরফানের মনের জোর যথেষ্ঠ। আশাকরি, ওনার মনের জোর আর শুভাকাঙ্খীদের প্রার্থনায় উনি সুস্থ হয়ে উঠবেন।''

আরও পড়ুন-জন্মদিনে কোয়েল, দেখুন অভিনেত্রীর বিয়ের কিছু মুহূর্তের ছবি...

আরও পড়ুন-প্রয়াত ইরফান খানের মা, লকডাউনে ভিডিয়ো কলে মায়ের শেষকৃত্যের সাক্ষী হলেন অভিনেতা

মঙ্গলবার সকলেই গুরুতর অসুস্থ অবস্থায় ইরফান খানের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। অভিনেতার ফের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর শুভাকাঙ্খীরা।

গতবছরই নিউরো এন্ড্রোক্রাইন ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে বিদেশে টানা একবছর চিকিৎসা চলেছে ইরফান খানের। এবছরই তিনি চিকিৎসার পর লন্ডন থেকে ফিরেছেন। তবে তাঁর পরও ইরফানের চিকিৎসা জারি ছিল। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর 'আংরেজি মিডিয়াম' ছবি প্রিমিয়ারেও অসুস্থতার কারণেই থাকতে পারেননি অভিনেতা। অন্যদিকে গত শনিবারই মারা গিয়েছেন ইরফান খানের মা। লকডাউনের কারণে মায়ের শেষকৃত্যেও যেতে পারেননি তিনি।

.