জামিয়া মিলিয়ায় পুলিসের লাঠিচার্জ, মুখ খুললেন আলিয়া, ঈশান, সোনাক্ষীরা
ঘটনার পরিপ্রেক্ষিতে মহেশ ভাট, অনুরাগ কশ্যপ, তাপসী পন্নু, রীতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্র আরও অনেকেই। এবার এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঢুকে পুলিসের লাঠি চার্জ ঘিরে প্রতিবাদে সরব হয়েছেন বলিউড সেলিব্রিটিদের একাংশ। ঘটনার পরিপ্রেক্ষিতে মহেশ ভাট, অনুরাগ কশ্যপ, তাপসী পন্নু, রীতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্র আরও অনেকেই। এবার এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট।
'রাজি' অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে দেশের সংবিধানের প্রস্তবনার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ''ছাত্র-ছাত্রীদের থেকে শিক্ষা নেওয়া উচিত।''
আলিয়ার এই ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন অভিনেতা ঈশান খট্টর ও সোনাক্ষী সিনহা। আলিয়ার পোস্ট শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ''এটা সেটা যেখানে আমরা ছিলাম, এবং আমরা আদপে যেটা, যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ভুললে চলবে না। ''
আলিয়ার পোস্ট শেয়ার করে ঈশান খট্টর লিখেছেন, '' আমরা গোটা বিশ্বের সবথেকে বড় ধর্ম নিরপেক্ষ দেশ। আর এটাতেই বিশ্বাস রাখি এবং গর্বিত বোধ করি। আমি চাই আমরা এভাবেই থাকি। আমি তাঁদের পাশে রয়েছি যাঁরা তাঁদের অধিকার শান্তিপূর্ণভাবে দাবি করে এসেছে। আমি সমস্ত মানুষের মিলেমিশে থাকার পক্ষেই রয়েছি। যাতে এটা থাকে সেই প্রার্থনা করছি। ''
This is what we were, what we are and what we MUST remain! #neverforget pic.twitter.com/itmacCC9qV
— Sonakshi Sinha (@sonakshisinha) December 17, 2019
To speak with silence when we should protest is what makes cowards out of men. India is burning. One can’t be mute anymore.
— Pooja Bhatt (@PoojaB1972) December 16, 2019
Ahimsa! Non-violence is the only way forward. An appeal to all protesters.
Your words are enough. Your presence is enough.
Don’t play into the hands of those who want to shake your resolve by tempting you towards violence.
Stay the course. Stay peaceful. Stay safe!
— Shruti Seth (@SethShruti) December 17, 2019
Going to request David Dhawan to cast you in ‘Bigot no 1.’ .. you are perfect for the part. https://t.co/mJY06imbA4
— Farhan Akhtar (@FarOutAkhtar) December 15, 2019
Jai hind pic.twitter.com/mvDKpj7Z4z
— Varun Dhawan (@Varun_dvn) December 17, 2019
“ Democracy is not the law of the majority but the protection of the minority.”- Albert Camus https://t.co/MbEp38ZrQt
— Mahesh Bhatt (@MaheshNBhatt) December 17, 2019
তবে শুধু বলিউড সেলেবরাই নয়, ভারতের পরিস্থিতি নিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জন কুসাক সহ হলিউডের আরও বেশকিছু অভিনেতা ও ব্যক্তিত্ব।