জামিয়া মিলিয়ায় পুলিসের লাঠিচার্জ, মুখ খুললেন আলিয়া, ঈশান, সোনাক্ষীরা

ঘটনার পরিপ্রেক্ষিতে মহেশ ভাট, অনুরাগ কশ্যপ, তাপসী পন্নু, রীতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্র আরও অনেকেই। এবার এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 18, 2019, 01:54 PM IST
জামিয়া মিলিয়ায় পুলিসের লাঠিচার্জ, মুখ খুললেন আলিয়া, ঈশান, সোনাক্ষীরা

নিজস্ব প্রতিবেদন: দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঢুকে পুলিসের লাঠি চার্জ ঘিরে প্রতিবাদে সরব হয়েছেন বলিউড সেলিব্রিটিদের একাংশ। ঘটনার পরিপ্রেক্ষিতে মহেশ ভাট, অনুরাগ কশ্যপ, তাপসী পন্নু, রীতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্র আরও অনেকেই। এবার এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট। 

'রাজি' অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে দেশের সংবিধানের প্রস্তবনার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ''ছাত্র-ছাত্রীদের থেকে শিক্ষা নেওয়া উচিত।''

আলিয়ার এই ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন অভিনেতা ঈশান খট্টর ও সোনাক্ষী সিনহা। আলিয়ার পোস্ট শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ''এটা সেটা যেখানে আমরা ছিলাম, এবং আমরা আদপে যেটা, যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ভুললে চলবে না। ''

আলিয়ার পোস্ট শেয়ার করে ঈশান খট্টর লিখেছেন, '' আমরা গোটা বিশ্বের সবথেকে বড় ধর্ম নিরপেক্ষ দেশ। আর এটাতেই বিশ্বাস রাখি এবং গর্বিত বোধ করি। আমি চাই আমরা এভাবেই থাকি। আমি তাঁদের পাশে রয়েছি যাঁরা তাঁদের অধিকার শান্তিপূর্ণভাবে দাবি করে এসেছে। আমি সমস্ত মানুষের মিলেমিশে থাকার পক্ষেই রয়েছি। যাতে এটা থাকে সেই প্রার্থনা করছি। ''

তবে শুধু বলিউড সেলেবরাই নয়, ভারতের পরিস্থিতি নিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জন কুসাক সহ হলিউডের আরও বেশকিছু অভিনেতা ও ব্যক্তিত্ব।

.