তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হলে সেটা দেখতে খুব বোরিং হবে বললেন শাহরুখ খান
বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক বানানোর একটা ট্রেন্ড এখন চলছে বলিউডে। সদ্য বলিউডে ২৫ বছর পার করলেন তিনি। সেই ১৯৯২-তে রিলিজ করেছিল দিওয়ানা। তারপর বলিউডে একের পর এক হিট। শাহরুখ খান। কিং অফ বলিউড। সুপারস্টার। মেগাস্টার। বলিউডের বাদশা। আরও কত কী বিশেষণ বরাদ্দ তাঁর জন্য। তাই ইদের দিন সাংবাদিকরা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছিলেন তাঁর কাছে, 'যদি কোনও পরিচালক আপনাকে নিয়ে বায়োপিক তৈরি করতে চান, তাহলে তাঁকে করতে দেবেন?'
ওয়েব ডেস্ক: বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক বানানোর একটা ট্রেন্ড এখন চলছে বলিউডে। সদ্য বলিউডে ২৫ বছর পার করলেন তিনি। সেই ১৯৯২-তে রিলিজ করেছিল দিওয়ানা। তারপর বলিউডে একের পর এক হিট। শাহরুখ খান। কিং অফ বলিউড। সুপারস্টার। মেগাস্টার। বলিউডের বাদশা। আরও কত কী বিশেষণ বরাদ্দ তাঁর জন্য। তাই ইদের দিন সাংবাদিকরা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছিলেন তাঁর কাছে, 'যদি কোনও পরিচালক আপনাকে নিয়ে বায়োপিক তৈরি করতে চান, তাহলে তাঁকে করতে দেবেন?'
আরও পড়ুন জানুন এসএস রাজামৌলির কথায় কেন কষ্ট পেয়েছেন শ্রীদেবী
এর উত্তরে শাহরুখ খান যা বললেন, তাতে আপনি অবাকই হবেন। কিং খানের উত্তর ছিল, 'আমার বায়োপিক তৈরি হলে, তা হবে অত্যন্ত বোরিং। কে দেখতে যাবে এমন বায়োপিক? বাবা-মা মারা যাওয়ার পর দিল্লি থেকে একটি ছেলে মুম্বইতে চোখে স্বপ্ন নিয়ে এল। আর তারপর সে সুপারস্টার হয়ে গেল। এই গল্পে তো কোনও বিতর্কই নেই। আমাকে প্রথম দিকে মুম্বইতে এক সাংবাদিক বলেছিলেন, জীবনে বিতর্ক না থাকলে, বিখ্যাত হওয়া যাবে না। আমার জীবনে তো বিতর্কই নেই। তাহলে আমার গল্প তো বোরিংই হবে।'
আরও পড়ুন হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেব-জিৎ