পাহাড়ে প্রকৃতির কোলে বসে মা ও দিদির সঙ্গে মিলে 'আহা কী আনন্দ' গান ধরলেন Ritabhari
ক্যাপশানে লেখা, ''শতবার্ষিকীর প্রিয় জায়গায় তাঁর গান।''
নিজস্ব প্রতিবেদন : 'আহা কী আনন্দ আকাশে বাতাসে', খোলা আকাশের নিচে বসে গান ধরেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সঙ্গী মা শতরূপা সান্যাল (Satarupa Sanyal) ও দিদি চিত্রাঙ্গদা (Chitrangada Chakraborty)। ক্যাপশানে লিখেছেন, ''শতবার্ষিকীর প্রিয় জায়গায় তাঁর গান।'' হ্যাশ ট্যাগে দিয়েছেন #traveldiaries #familyislove।
ঋতাভরীর এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে তিনি মা ও দিদির সঙ্গে বেড়াতে গিয়েছেন। প্রশ্ন হল এই করোনা আবহের মধ্যে কোথায় গিয়েছেন ঋতাভরী? অভিনেত্রীর পোস্টে সেকথা অবশ্য স্পষ্ট উল্লেখ নেই। তবে পরিচালক শতরূপা সান্যালের ফেসবুকে চোখ রাখলেই বেশ বোঝা যায়, তাঁরা মা মেয়ে মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছেন। একই ভিডিয়ো পোস্ট করে শতরূপা সান্যাল লিখেছেন, ''১৫ বছর আগে তিতিন পলিনকে নিয়ে এসেছিলাম দার্জিলিং। আমার শুটিং ছিল "কালো চিতা"র। তখন ওরা এত্তটুকুন ছিল। ডাক্তারের পরামর্শে এখন আমাদের কিছুদিনের জন্য প্রকৃতির কাছে আসা। আবার মা মেয়ের ইউনিট এক সাথে, দার্জিলিং এ! সেই হোটেল এলগিনেই!... ভালো থাক সবাই। ভালো থাক আমাদের বাংলা। সুস্থ হয়ে উঠুক পৃথিবী''।
আরও পড়ুন-পুলের নীল জলে নীলাম্বরী হয়ে লেন্সবন্দি অন্তঃসত্ত্বা Nusrat
দার্জিলিং-এ হোটেলে সামনে প্রকৃতির কোলে বসে আরও কিছু ছবিও পোস্ট করেছেন শতরূপা সান্যাল। ক্যাপশানে লিখেছেন, কখনও মেঘ 'কখনও বৃষ্টি কখনও নরম আলো....চিরযৌবনা রহস্যময়ী দার্জিলিং'।
আরও পড়ুন-মেয়ে আইরার সঙ্গে Tahsan Khan-র খুনসুটি, মিথিলা লিখলেন...
প্রসঙ্গত, কিছুদিন আগেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন ঋতাভরী চক্রবর্তী। শংসাপত্র পাওয়ার সেই অনুষ্ঠাানে অনলাইনের মাধ্যমে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেকথাও তিনিই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।