Salman Khan: প্রাণনাশের হুমকি, বুলেট প্রুফ গাড়ি কিনলেন সলমান!
সূত্রের খবর অনুসারে, অভিনেতার অ্যাপার্টমেন্টের নীচে বুলেটপ্রুফ কাচের একটি নতুন গাড়ি দেখা গেছে। ইতিমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন সুপারস্টার। এবার যুক্ত হল আরেকটি বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি অত্যাধুনিক মডেল না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাঁকে বাঁচাতে পারে এই গাড়ি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রাণনাশের হুমকি পান সলমান খান (Salman Khan)। এমনকী জেরার মুখে লরেন্স বিষ্ণোই স্বীকার করে যে, একবার সলমানকে মারার পরিকল্পনাও করেছিল সে। তাই সলমান খান তাঁর নিরাপত্তার বিষয়ে আর কোনো ঝুঁকি নিচ্ছেন না। নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত বলিউডের এই সুপারস্টার। গত মাসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। সলমান ও তাঁর পরিবার উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মুম্বই পুলিস। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা এখন তাঁর গাড়ির তালিকায় যুক্ত হয়েছে একটি বুলেটপ্রুফ গাড়ি, এমনটাই খবর।
সূত্রের খবর অনুসারে, অভিনেতার অ্যাপার্টমেন্টের নীচে বুলেটপ্রুফ কাচের একটি নতুন গাড়ি দেখা গেছে। ইতিমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন সুপারস্টার। এবার যুক্ত হল আরেকটি বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি অত্যাধুনিক মডেল না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাঁকে বাঁচাতে পারে এই গাড়ি।
আরও পড়ুন: Akshay Kumar: আইনি বিপাকে অক্ষয় কুমার, অভিনেতার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত বিজেপি নেতার
আরও পড়ুন: Sonu Sood Property: ১৩০ কোটির সম্পত্তি! সোনু সুদের আয়ের উৎস অভিনয় নয়...
রিপোর্ট অনুযায়ী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং একবার তাঁকে টার্গেট বানিয়েছিল। একটি শার্পশুটার তাঁর বাসভবনের বাইরে তাঁর উপর নজর রাখতে এবং তাঁর গতিবিধি ট্র্যাক করার জন্য রেখেছিল তারা। এই খবর সামনে আসার পরই, বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা। জনসাধারণের মধ্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় সলমানকে। প্রায় বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতেন সলমান। এই ঘটনার পর তাঁকে সাইকেল চালাতেও বারণ করে মুম্বই পুলিস।
আরও পড়ুন: Tanushree Dutta: ‘আমার কিছু হলে নানা পাটেকর দায়ী’, বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর
ইতিমধ্যেই সলমান তাঁর আত্মরক্ষার জন্য একটি অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করেন এবং একই বিষয়ে আলোচনা করার জন্য মুম্বইয়ের পুলিস কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মুম্বই পুলিশ এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সলমান খান সম্প্রতি হুমকি চিঠি পাওয়ার পর মুম্বই পুলিসে আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন’।মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সলমান খান এবং তাঁর বাবাকে বিষ্ণোই গ্যাং হুমকি দেওয়ার পিছনে কারণ ছিল তাঁদের ক্ষমতা প্রদর্শন। ‘গ্যাংটি বড় ব্যবসায়ী এবং অভিনেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রস্তুতি নিচ্ছিল’, সলমানকে মেরে বাকিদের বার্তা দেওয়াই ছিল এই গ্যাঙের উদ্দেশ্য।
আরও পড়ুন: Actor Death: ফের শোকের ছায়া ছোটপর্দায়, প্রয়াত মহাভারত-খ্যাত অভিনেতা
সম্প্রতি শাহরুখের সঙ্গে পাঠান-এর শ্যুটিং করেন সলমান। সেই ছবিতে তাঁকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। এছাড়াও টাইগার থ্রি-এর শ্যুট করেন তিনি। এরপরই কভি ইদ কভি দিওয়ালির শ্যুটে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা। প্রাণনাশের হুমকি পাওয়ার পর মুম্বই থেকে সেট সরিয়ে নেওয়া হয় হায়দ্রাবাদে। সেখানেও সেটে সবসময় দেহরক্ষীকে সঙ্গে নিয়ে ঘুরতেন সলমান।