কী এমন হল যে 'ভয়' পাচ্ছেন সলমন!

সলমনের নাকি ঘুম ছুটতে শুরু করেছে!

Updated By: Jun 1, 2018, 05:28 PM IST
কী এমন হল যে 'ভয়' পাচ্ছেন সলমন!

নিজস্ব প্রতিবেদন : ‘রেস থ্রি’ এবং ‘সঞ্জু’-র মুক্তি কি পর পর হচ্ছে? আর তাতেই কি ঘুম ছুটছে সলমনের? অর্থাত, ‘সঞ্জু’-র দাপটে কি এবার রঙের ছটা কিছুটা হলেও কমে যাবে ‘রেস থ্রি’-র? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে বি টাউনের অন্দরে।

আরও পড়ুন : বলিউড নায়িকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল এই ক্রিকেটারের?

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ‘সঞ্জু’-র ট্রেলর দেখার পর থেকেই নাকি রাতে ঘুম হচ্ছে না সলমনের। অর্থাত, ‘সঞ্জু’-র টিজার এবং ট্রেলর বক্স অফিসে যে বেশ হিট করবে, তা বেশ স্পষ্ট বলেই মনে করছে দর্শকদের একাংশ। শুধু তাই নয়, সলমন নাকি রণবীরের অভিনয়কেও বেশ ‘ভয়’ পাচ্ছেন বলেই করা হচ্ছে বি টাউনের একাংশে।

আরও পড়ুন : শেষ পর্যন্ত কী হবে লায়লা-মজনুর?

এদিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই সলমনের সঙ্গে রণবীরের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। এমনকী, ‘তামাশা’-র প্রমোশনের জন্য দীপিকা পাডুকন সলমনের খানের শো বিগ বস-এ হাজির হলেও রণবীর কিন্তু তা এড়িয়ে যান। এদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনা বিচ্ছেদের পর বলিউডের ‘বার্বি ডল’-এর সঙ্গে সলমনের সম্পর্ক বেশ ভাল হতে শুরু করে। শুধু তাই নয়, হরিণ শিকার মামলায় সলমনের মুক্তির প্রার্থনা করে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও পুজো দিতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।

.