আজ বম্বে হাইকোর্টের রায় বাতলাবে সল্লুর ভাগ্য
আজ সলমন খানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলায় রায় দিতে চলেছে বম্বে হাইকোর্ট। সুপারস্টার এখনই জেলে যাবেন কিনা তা চূড়ান্ত হবে হাইকোর্টের রায়ের ভিত্তিতেই। ২০০২ সালে সলমনের গাড়ির তলায় পড়ে মারা যান এক ফুটপাথবাসী। আহত হন আরও ৪ জন। অনিচ্ছাকৃত খুনের মামলায় ইতিমধ্যেই দাবাং খানকে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। চলতিবছরের মাঝামাঝি বলিউডের ভাইজানের ৫ বছরের কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছিল আদালত। এরপরেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত ৬ মে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সল্লু মিঞা। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও মঞ্জুর হয় সল্লুর। তবে আজ হাইকোর্টের রায়ের পরেই জানা যাবে সলমনের জেল হচ্ছে কিনা?
ওয়েব ডেস্ক: আজ সলমন খানের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলায় রায় দিতে চলেছে বম্বে হাইকোর্ট। সুপারস্টার এখনই জেলে যাবেন কিনা তা চূড়ান্ত হবে হাইকোর্টের রায়ের ভিত্তিতেই। ২০০২ সালে সলমনের গাড়ির তলায় পড়ে মারা যান এক ফুটপাথবাসী। আহত হন আরও ৪ জন। অনিচ্ছাকৃত খুনের মামলায় ইতিমধ্যেই দাবাং খানকে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। চলতিবছরের মাঝামাঝি বলিউডের ভাইজানের ৫ বছরের কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছিল আদালত। এরপরেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত ৬ মে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সল্লু মিঞা। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও মঞ্জুর হয় সল্লুর। তবে আজ হাইকোর্টের রায়ের পরেই জানা যাবে সলমনের জেল হচ্ছে কিনা?