ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইল ডিলিট করে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা?

 এই মুহূর্তে শ্বেতার ফেসবুক ও ইনস্টাগ্রামের কোনও প্রোফাইল দেখা যাচ্ছে না।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 20, 2020, 01:22 PM IST
ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইল ডিলিট করে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা?

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া থেকে নিজের প্রোফাইল ডিলিট করে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি? ভাইয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানান কিছু শেয়ার করছিলেন সুশান্তের আমেরিকা নিবাসী দিদি শ্বেতা সিং কৃতি। তবে এই মুহূর্তে শ্বেতার ফেসবুক ও ইনস্টাগ্রামের কোনও প্রোফাইল দেখা যাচ্ছে না।

সুশান্তের দিদি শ্বেতা তাঁর শেষ পোস্টে আদরের ভাই সুশান্তের উদ্দেশ্যে লিখেছিলেন, ''মেরা বাবু, মেরা বাচ্চা আর শারীরিকভাবে আমাদের সাথে নেই, তবে এটা ঠিক আছে...। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে ছিলে। তবে আমি এও জানি তুমি সাহসের সঙ্গে সবকিছুর সঙ্গে যুদ্ধ করেছ। দুঃখিত আমার সোনা ... তোমাকে যে সমস্ত বেদনার মধ্যে কাটাতে হয়েছিল তার জন্য দুঃখিত ...। আমি যদি তোমার সমস্ত কষ্ট নিয়ে আমার সমস্ত সুখ তোমাকে দিতে পারতাম..."।

শ্বেতা আরও লিখেছিলেন, ''তোমার দুটো চোখ বিশ্বকে শিখিয়েছিল কীভাবে স্বপ্ন দেখতে হয়। তোমার নিস্পাপ হাসিতে, তোমার হৃদয়ের সততা প্রকাশ পেত। তুমি সবসময় ভালোবাসা পাবে। তুমি যেখানেই থাকো ভালো থাকো। তুমি শুধু এটাই জানবে, তোমাকে সবাই নিঃশর্তভাবে ভালোবাসবে।''   

আরও পড়ুন-'মামু হৃদয়েই রয়েছে', সুশান্তের মৃত্যুর খবর শুনে বলল অভিনেতার ৫ বছরের ভাগ্নে!

তবে এই মুহূর্তে শ্বেতা সিং কৃতির এই পোস্ট ও ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল কিছুই দেখা যাচ্ছে না। l তবে তিনি তাঁর প্রোফাইল ডিলিট করেছেন, নাকি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন সেটা স্পষ্ট নয়।

আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের স্বজনপোষণের অভিযোগ নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়

আরও পড়ুন-শ্রীলেখা মিত্রের অভিযোগ নিয়ে কী বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও অশোক ধানুকা?

আরও পড়ুন-ইন্ডাস্ট্রিতে গডফাদার হিসবে নম্বর ওয়ান বুম্বাদা, বিস্ফোরক অভিযোগ শ্রীলেখার

প্রসঙ্গত, সুশান্ত সিং কৃতি তাঁর ভাই সুশান্ত ও ছেলে নির্বাণের সঙ্গে কাটানো পুরনো নানান মুহূর্ত উঠে এসেছিল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এমনকি মামু সুশান্তের মৃত্যুর খবর পেয়ে ৫ বছরের নির্বাণ ঠিক কী বলেছিল সেগুলোও শেয়ার করেছিলেন শ্বেতা। এমনতি সুশান্তের তাঁর মাকে হাতে লেখা চিঠিও শেয়ার করেছিলাম। তবে এই মুহূর্তে সেগুলির কিছুই দেখা যাচ্ছে না।

.